দুর্বল রোড সেফটি কাঠামো নিয়ে চলছে নিরাপদ
৩ দিন আগে
২৪ সেপ্টেম্বর ২০২৫, ৬:৩৯ অপরাহ্ণ
বর্তমান অন্তবর্তী সরকারের উদ্যোগে সড়ক দুর্ঘটনা কমাতে ড্রাইভিং লাইসেন্স ইস্যুর পূর্বে ৬০ ঘন্টা ইনক্লুসিভ ট্রেনিং চালুর অংশ হিসেবে বিআরটিএ নিবন্ধিত ড্রাইভিং প্রশিক্ষণ স্কুলসমূহকে সম্পৃক্ত করার দাবিতে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা জনাব মুহাম্মদ ফাওজুল কবির খানকে স্বারকলিপি দিয়েছেন ড্রাইভিং প্রশিক্ষণ স্কুল মালিক সমিতির আহবায়ক মোঃ মোজাম্মেল হক চৌধুরী।
স্বারকলিপিতে বলা হয়, সারাদেশে বিআরটিএ নিবন্ধিত ১৫০টি ড্রাইভিং স্কুল রয়েছে, এর মধ্যে বেসরকারি ১৩৫টি স্কুল দীর্ঘদিন ধরে সরকারি পৃষ্ঠপোষকতা ছাড়াই প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছে। এসব স্কুলে ৩০০-এর বেশি লাইসেন্সধারী ইনস্ট্রাক্টর কর্মরত আছেন এবং প্রতিবছর দক্ষ চালক তৈরিতে উল্লেখযোগ্য অবদান রেখে আসছেন।
ড্রাইভিং স্কুল মালিক সমিতির দাবি, বিদ্যমান অবকাঠামো ও অভিজ্ঞতাকে কাজে লাগালে সরকারের রাজস্ব সাশ্রয় হবে এবং সারাদেশে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা সম্ভব হবে। তারা উল্লেখ করেন, এই স্কুলগুলো প্রতিবছর অন্তত ১০ হাজার মানসম্মত ও নিরাপদ চালক তৈরির সক্ষমতা রাখে।
স্বারকলিপিতে আরও বলা হয়, সরকার সম্প্রতি ব্র্যাক ও বিআরটিসিকে প্রশিক্ষণ কার্যক্রমে সম্পৃক্ত করার উদ্যোগ নিয়েছে। তবে ব্র্যাকের মাত্র তিনটি এবং বিআরটিসির ১০-১২টি স্কুল থাকায় তা সারাদেশে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনায় যথেষ্ট নয়। এছাড়া ব্র্যাক বিদেশি অনুদানে পরিচালিত হলেও ন্যূনতম ২০ হাজার টাকা ফি আদায় করে, যা সাধারণ চালকদের নাগালের বাইরে।
এ প্রেক্ষাপটে, সড়ক দুর্ঘটনা হ্রাসে সরকারের উদ্যোগকে সফল করতে বিআরটিএ নিবন্ধিত ১৩৫টি ড্রাইভিং স্কুলকে ৬০ ঘন্টা ইনক্লুসিভ ট্রেনিং কার্যক্রমে সম্পৃক্ত রাখার জোর দাবি জানানো হয়।