বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫

গাঙচিল ফরিদপুর জেলা শাখার উদ্যোগ ‌সাহিত্য আসর অনুষ্ঠিত


৭ ডিসেম্বর ২০২৪, ৬:৫২ অপরাহ্ণ 

গাঙচিল ফরিদপুর জেলা শাখার উদ্যোগ ‌সাহিত্য আসর অনুষ্ঠিত
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

গাঙচিল ফরিদপুর জেলা শাখার উদ্যোগ ‌সাহিত্য আসর অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বিকেলে শহরের আলাউদ্দিন খান রোডে অবস্থিত সোহাগ ভিলায় উক্ত সাহিত্য অনুষ্ঠান এর আয়োজন করা হয়।

প্রতিষ্ঠানের সভাপতি মোহাম্মদ ইয়ারাদ হোসেন রিয়াদ ‌ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা নুরুদ্দিন শেখ, বিশেষ অতিথি ছিলেন সাহিত্যিক আবু জাফর দিলু, অধ্যাপিকা রোকেয়া বেগম, বিশিষ্ট নাট্যকার ও নির্দেশক ম নিজাম, ব্লাস্টের নির্বাহী পরিচালক আসমা আক্তার মুক্তা, আবৃত্তিকার সিরাজী কবির খোকন, এডভোকেট ‌প্রদীপ কুমার দাস লক্ষণ, অধ্যাপিকা সবিতা বৈরাগী, শিক্ষিকা তাপসী দাস, ক্ষুদে কবি ইফরাজ হোসেন ‌জায়াদ, আফরোজা পপি, শফিক ইসলাম, রোকনউদ্দিন, গীতি কবি ‌ডি আসাদ ও ফরিদা সুলতানা প্রমূখ।

অনুষ্ঠানে সাংস্কৃতিক সংগঠন গাঙচিল এর আগামী দিনের কার্যক্রম তুলে ধরে আলোচনা করা হয়। এছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠান পর্বে অংশগ্রহণকারীরা স্বরচিত কবিতা পাঠ করেন। এ সময় স্থানীয় এলাকাবাসী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।