
ফরিদপুরে ট্রেনের ধাক্কায় যুবক নিহত
১৫ জুলাই ২০২৪, ৭:৫৪ অপরাহ্ণ
খ্যাতিমান কলম্বিয়ান সাহিত্যিক গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজের লেখা প্রকাশিত হচ্ছে তার মৃত্যুর ১০ বছর পর। এই সংবাদটি জানিয়েছেন মার্কেজের পুত্ররা। পেংগুইন র্যান্ডম হাউজ প্রকাশনী থেকে প্রথমে স্প্যানিশে এবং ২০ মার্চ ইংরেজিতে প্রকাশ হবে এই উপন্যাসটি। এমনটাই তাদের খবরে বলেছে এএফপি।
বিখ্যাত এই কলম্বিয়ান সাহিত্যিকের মৃত্যু ২০১৪ সালে। এর প্রায় ১৫বছর আগে শেষ উপন্যাসটি লেখা শুরু করেন তিনি। উপন্যাসের মূল চরিত্র ম্যাগডালেনা বাখ, যিনি এক মধ্যবয়সী নারী। প্রতি বছর আগস্ট মাসে ক্যারিবিয় দ্বীপপুঞ্জে নিজের মায়ের কবর দেখতে আসেন মার্কেজ। পরিবারের থেকে দূরে থাকার এই সুযোগে তিনি আগন্তকদের সাথে সম্পর্ক গড়ে তোলেন।
১৯৯৯ সালে এই উপন্যাসের প্রথমঅধ্যায়টি জনসম্মুখে পড়ে শোনান মার্কেজ নিজেই। কিন্তু উপন্যাসের বাকিটুকু নিয়ে তিনি ঠিক সন্তুষ্ট ছিলেন না, এ কারণে প্রকাশকরতে রাজি হননি। তবে পাণ্ডুলিপির কপি তিনি নিজের আত্মীয়দেরকে দিয়েছিলেন দেন। এমনটাই জানিয়েছে মার্কেজের দুই পুত্র রড্রিগো এবং গনজালো গার্সিয়া বার্কা।
মার্কেজের জীবনের শেষ দিনগুলো কেটেছে স্মৃতিভ্রষ্টতা এবং অসুস্থতায়। এ সময়ে লেখাবইটি হয়ে উঠেছে দুর্বোধ্য। তবে বইটির অংশবিশেষ পড়ার পর বিশেষজ্ঞরা তারদুই পুত্রকে বইটি প্রকাশের পরামর্শ দেন।
টিএনএ/আইকে/১৫/৩