রাইড শেয়ারিং নীতিমালায় প্রস্তাবিত নতুন ভাড়া কাঠামো নিয়ে আপত্তি
২৯ জুন ২০২৫, ৭:৪৪ অপরাহ্ণ
দরিদ্র জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে তাদের পাশে দাঁড়ালেন ক্ষেতলাল উপজেলা নিবার্হী অফিসার আশিফ আল জিনাত।২৯ জুন রবিবার সকাল ১১টায় উপজেলা প্রকৌশলী অফিস থেকে ঔষুধ গ্রহন করেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. আলী হোসেন শাহ।
জানাগেছে, জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলা পরিষদের রাজস্ব তহবিল থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ লক্ষ টাকার ৬৩ প্রকার ঔষধ ও ব্যবহারিক সরঞ্জাম সহযোগিতা করা হয়েছে । হাসপাতালে চিকিৎসা নিতে আসা রুগীদের সুচিকিৎসা নিশ্চিত করতে স্যলাইন, ডেঙ্গু কিট, হার্টের প্রাথমিক চিকিৎসার ঔষধ, ডায়াবিটিস, ম্যালেরিয়া ও কিডনি রোগীদের চিকিৎসাথে এসব ঔষধ সরবরাহ করেন তিনি ।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার আসিফ আল জিনাত জানান, এলাকার দুঃস্থ্য অসহায় মুমূর্ষ রোগিদের কথা চিন্তা করে জীবন রক্ষাকারী অতিব জরুরী ৬৩ প্রকার ঔষুধ ও ল্যাবে ব্যবহারিক বেশ কিছু সামগ্রী সরবরাহ করা হয়েছে। চাহিদার তুলনায় সরকারী ভাবে সব সময় যে সমস্ত ঔষধ ও সরঞ্জাম সরবরাহ থাকেনা। ওই সব ঔষধ সরবরাহের উদ্যোগ নেওয়া হয়েছে। এতে এলাকার সাধারণ মানুষ সময় মতো সব রকমের চিকিৎসা সেবা ও বিনা মূল্যে ঔধুষ পেয়ে সুস্থ্য থাকেন।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী দেলোয়া হোসেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আতিকুর রহমান আতিক, সহকারী প্রকৌশলী তাহেরুল ইসলাম প্রমূখ।