সোমবার, ১০ নভেম্বর, ২০২৫

ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ লক্ষ্য টাকার ঔষধ সহায়তা করলেন ইউএনও


২৯ জুন ২০২৫, ৭:৪৪ অপরাহ্ণ 

ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ লক্ষ্য টাকার ঔষধ সহায়তা করলেন ইউএনও
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

দরিদ্র জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে তাদের পাশে দাঁড়ালেন ক্ষেতলাল উপজেলা নিবার্হী অফিসার আশিফ আল জিনাত।২৯ জুন রবিবার সকাল ১১টায় উপজেলা প্রকৌশলী অফিস থেকে ঔষুধ গ্রহন করেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. আলী হোসেন শাহ।

জানাগেছে, জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলা পরিষদের রাজস্ব তহবিল থেকে  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ লক্ষ টাকার ৬৩ প্রকার ঔষধ ও ব্যবহারিক সরঞ্জাম সহযোগিতা করা হয়েছে । হাসপাতালে চিকিৎসা নিতে আসা রুগীদের সুচিকিৎসা নিশ্চিত করতে স্যলাইন, ডেঙ্গু কিট, হার্টের প্রাথমিক চিকিৎসার ঔষধ, ডায়াবিটিস, ম্যালেরিয়া ও কিডনি রোগীদের চিকিৎসাথে এসব ঔষধ সরবরাহ করেন তিনি ।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার আসিফ আল জিনাত জানান, এলাকার দুঃস্থ্য অসহায় মুমূর্ষ রোগিদের কথা চিন্তা করে জীবন রক্ষাকারী অতিব জরুরী ৬৩ প্রকার   ঔষুধ ও ল্যাবে ব্যবহারিক বেশ কিছু সামগ্রী সরবরাহ করা হয়েছে। চাহিদার তুলনায় সরকারী ভাবে সব সময় যে সমস্ত ঔষধ ও  সরঞ্জাম সরবরাহ থাকেনা। ওই সব ঔষধ সরবরাহের  উদ্যোগ নেওয়া হয়েছে। এতে এলাকার সাধারণ মানুষ সময় মতো সব রকমের চিকিৎসা সেবা ও বিনা মূল্যে ঔধুষ পেয়ে সুস্থ্য থাকেন।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী দেলোয়া হোসেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আতিকুর রহমান আতিক, সহকারী প্রকৌশলী তাহেরুল ইসলাম প্রমূখ।