বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫

বর্ণিল আয়োজনে খুকৃবিতে বাংলা নববর্ষ উদযাপন


বর্ণিল আয়োজনে খুকৃবিতে বাংলা নববর্ষ উদযাপন
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

১৪ই এপ্রিল বাংলা বর্ষবরণ ১৪৩২ উপলক্ষ্যে, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের (খুকৃবি) অস্থায়ী ক্যাম্পাস-১ এ দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. নাজমুল আহসান, ট্রেজারার ড. শামীম আহমেদ কামাল উদ্দিন খান, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. রেজাউল ইসলাম, সকল অনুষদের শিক্ষক মন্ডলী ও শিক্ষার্থীবৃন্দ, কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

আজ সকাল ৯.০০ টায় অস্থায়ী ক্যাম্পাসের ২য় গেইট থেকে আনন্দ শোভাযাত্রা শুরু হয়ে ১ম গেইট হয়ে ক্যাম্পাস প্রাঙ্গণে শেষ হয়। শোভাযাত্রা শেষে উপস্থিত সকল শিক্ষক শিক্ষার্থীদের মাঝে বাঙালি খাবার- পান্তাভাত, মাছভাজা, বেগুন ভাজা, শুকনো মরিচ, আলুভর্তা ইত্যাদি পরিবেশন করা হয়।

পহেলা বৈশাখকে কেন্দ্র করে পাঁচটি ফ্যাকাল্টি হতে স্টল দেয়া হয়। সম্মানিত অতিথিরা স্টল পরিদর্শন করেন। বাঙালিয়ানা সাজে সেজে ওঠে স্টল গুলো। আয়োজন করা হয় শিক্ষার্থীদের হাতের তৈরি বিভিন্ন ধরেনের মুখরোচক পিঠা-মালপোয়া, নকশি পিঠা, জামাই পিঠা, নারিকেল পুলি পিঠা, ঝাল পুলি পিঠা, বাতাসা,পাটিসাপটা, নবাবী সেমাই, ক্যারামেল পুডিং, কফি পুডিং, নাড়ু, মোহাব্বতি শরবত, লেমন মিন্ট, আমের শরবত, ফুচকা, ফালুদা, কাটলেট, দেশি ফল, মিষ্টি পান, বাঙালি প্রসাধনী ইত্যাদি। সেরা স্টল হিসেবে পুরস্কার জিতে নেয় ভেটেরিনারি, এনিমেল এন্ড বায়োমেডিকেল সায়েন্সেস অনুষদ।

তারপর শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের সন্তানদের অংশগ্রহণে বাঙালি সাজ প্রদর্শন করা হয়।  অনুষ্ঠানের আনন্দকে আরও বাড়িয়ে তুলতে ব্যবস্থা ছিল বিভিন্ন খেলাধুলার। ছাত্রদের জন্য- ঝুড়িতে বল নিক্ষেপ ও বস্তা দৌড়, ছাত্রীদের জন্য- চেয়ার পরিবর্তন ও মার্বেল দৌড় এবং শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য- হাড়ি ভাঙা আয়োজন করা হয়। ঝুড়িতে বল নিক্ষেপে প্রথম ভেটেরিনারি অনুষদের পাভেল সেলিম, দ্বিতীয় ভেটেরিনারি অনুষদের ইশতিয়াক কামাল ও তৃতীয় ভেটেরিনারি অনুষদের অনিল কুমার।

মিউজিক্যাল চেয়ারে প্রথম ভেটেরিনারি অনুষদের নুসরাত আঞ্জুম সৌখিন, দ্বিতীয় ইকোনমিকস অনুষদের রাফিয়া আফরিন, তৃতীয় ভেটেরিনারি অনুষদের ইসরাত জাহান তাবিয়া।

পরিশেষে, অতিথিবৃন্দের বক্তব্য ও পুরষ্কার বিতরণীর মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।