বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫

সর্বাধিক পঠিত


বিজয়নগর থানা পুলিশের অভিযানে বিপুল পরিমান স্কপ সিরাপ সহ (১)একজন গ্রেফতার


১৪ জুলাই ২০২৫, ৫:২৮ অপরাহ্ণ 

বিজয়নগর থানা পুলিশের অভিযানে বিপুল পরিমান স্কপ সিরাপ সহ (১)একজন গ্রেফতার
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর থানাটি সীমান্তবর্তী হওয়ায় বিভিন্ন সময় মাদক কারবারীরা মাথা চারা দিয়ে ওঠে। তবে বসে নেই বিজয়নগর থানা পুলিশ, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সে কাজ করছেন বিজয়নগর থানা পুলিশ। তারই ধারাবাহিকতায় বিভিন্ন সময়ে মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালানো হয়। বিভিন্ন মাদকের চালান নিয়ে মাদক কারবারিরা ধরা পড়ছেন পুলিশের হাতে। এবং সার্বক্ষণিক অভিযান পরিচালনা করছেন তারা এই ধারাবাহিকতায় অভিযান পরিচালনা করে।

বিজয়নগর থানাধীন ০৭নং সিঙ্গারবিল ইউনিয়নের কাঞ্চনপুর সাকিনস্থ আসামী মোঃ রকিব প্রকাশ রাকিব মিয়া এর মাটির বসত ঘরের শয়ন কক্ষে থেকে।

১৪/০৭/২০২৫খ্রি. তারিখ ০৯.৩০ ঘটিকার সময় এসআই/মশিউর রহমান খান, এসআই/মাহবুব আলম সরকার ও সঙ্গীয় ফোর্সসহ অত্র থানা এলাকায় অভিযান পরিচালনা করা হয় অভিযানে ঘটনাস্থল হইতে আসামী-মোঃ রকিব প্রকাশ রাকিব মিয়া (৩৭), পিতার নাম: মোঃ জনাব আলী, সাং- কাঞ্চনপুর (ইউপি-সিঙ্গারবিল)  থানা- বিজয়নগর, জেলা-ব্রাহ্মণবাড়িয়ার  হেফাজত হইতে মাদকদ্রব্য ১৪৫ বোতল স্কপ সিরাপ উদ্ধার করে ও তাকে গ্রেফতার করে বিজয়নগর থানা পুলিশ।

বিজয়নগর থানার ,এফআইআর নং-২২, তারিখ- ১৪ জুলাই, ২০২৫; জি আর নং-২৬৮, তারিখ- ১৪ জুলাই, ২০২৫;  ধারা- ৩৬(১) সারণির ১৪(গ) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ বিডি মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়। এ বিষয়ে বক্তব্য জানতে চাইলে বিজয়নগর থানার অফিসার ইনচার্জ প্রতিবেদককে জানান তিনটি ইউনিয়ন খুবই ঝুঁকিপূর্ণ এবং সীমান্তবর্তী সিঙ্গার বিল পাহাড়পুর ও বিষ্ণুপুর এই তিনটি ইউনিয়ন দিয়ে যেন  কোন মাদক কারবারি মাদক নিয়ে এলাকায় প্রবেশ না করতে পারে সে বিষয়ে সতর্ক অবস্থানে রয়েছেন পুলিশ। এবং মাদক নির্মূল না হওয়া পর্যন্ত এই  অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।