বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫

সর্বাধিক পঠিত

নিত্যপন্য

বিএনপি নেতার ন্যায্যমূল্যের হাট


২০ জানুয়ারী ২০২৫, ৯:৪৭ অপরাহ্ণ 

বিএনপি নেতার ন্যায্যমূল্যের হাট
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

দেশের ক্রান্তি লগ্নে বিএনপি নেতার ব্যতিক্রমী উদ্যোগ। বিগত কয়েক বছর ধরে দেশের সবজি বাজারে হাহাকার লেগে আছে সেই সাথে দেশের উদ্ভূত পরিস্থিতি। বছর জুড়ে সাধারণের ক্রয় ক্ষমতার বাইরে নিত্যপন্যের বাজার। নিত্যপন্যের এমন পরিস্থিতে ১৭ জানুয়ারী ২০২৫ ইং রাজধানীর কাফরুল থানাধীন সেনপাড়া, আমতলা বাজার সংলগ্ন ন্যায্যমূল্যের দোকান খোলেন মিরপুর কাফরুল থানার বাসিন্দা ৯৪ নং ওয়ার্ল্ড বিএনপির সাধারণ সম্পাদক জমাদ্দার আব্দুর রাজ্জাক। আর এজন্য তিনি এখন এলাকাবাসির আশার প্রদীপ। তাঁর এই ব্যতিক্রমী উদ্যোগ দেখে প্রশংসা করছেন সচেতন নাগরিক সমাজও।

বিএনপি নেতার ব্যতিক্রমী ন্যায্যমূল্যের দোকানে যেসব নিত্যপন্য চোখে পড়েছে সেগুলো হল-  কাঁচা মরিচ ৩৫ টাকা কেজি, আলু ২৫ টাকা , সিম ২৫ টাকা, ফুলকপি ১০ টাকা পি্স, ‌বাঁধাকপি ১৫ টাকা, পেঁয়াজ ৪৫ টাকা, মিষ্টি কুমড়া ২০ টাকা, মুলা ১০ টাকা, শালগম ১০ টাকা, বেগুন ৩০ টাকা ,টমেটো ২৫ টাকা। তিনি বলেন, এছাড়াও ক্রেতা সাধারনের চাহিদার উপর ভিত্তি করে পযায় ক্রমে নিত্য পন্যের তালিকায় আরো অন্যান্য পন্য যোগ করা হবে।

প্রতিবেদন সংগ্রহকালে ন্যায্যমূল্যের দোকানের উদ্যোগতা জমাদ্দার আব্দুর রাজ্জাক আজকের প্রসঙ্গকে বলেন, এই বাজার সমাজের সর্বস্তরের মানুষের বাজার। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুদূর লন্ডন থেকে নেতাকর্মীদের বলেছেন দেশের জনগনের জন্য বেশি বেশি কাজ করতে,তাই তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কথায় অনুপ্রাণিত হয়ে এই ব্যতিক্রমী বাজার ন্যায্যমূল্যের হাট বসিয়েছেন।