
রাজধানীতে ধাক্কামারা চক্রের দুই সদস্য গ্রেপ্তার
৪ সপ্তাহ আগে
২৩ আগস্ট ২০২৪, ৯:১৪ অপরাহ্ণ
সপ্তাহ জুড়ে ভারী বৃষ্টি আর উজান থেকে নামা ঢলে দেশের অন্তত দশ জেলা বন্যাকবলিত হয়েছে।
দেশের এমন সংকটময় পরিস্থিতিতে বেসরকারি উন্নয়ন সংস্থা পাথওয়ে বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে আজ শুক্রবার (২৩ আগস্ট ২০২৪) দিবাগত রাতে ঢাকা থেকে ৩০ জন স্বেচ্ছাসেবকের একটি দলসহ ত্রাণ সামগ্রী নিয়ে বন্যা দুর্গত এলাকার উদ্দেশ্যে রওনা হবেন এমনটাই জানিয়েছেন সংস্থাটি্র নির্বাহী পরিচালক মোঃ শাহিন। সেই সাথে বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে দেশের প্রতিটি বিত্তবান মানুষকে এগিয়ে আসার আহবান জানান তিনি।
গত কয়েকদিনের ভারী বর্ষণের ফলে এবং ভারতের ত্রিপুরা রাজ্যের গোমতী নদীতে থাকা দুম্বুর বাঁধ খুলে দেয়ার কারণে বাংলাদেশের ফেনী, নোয়াখালী ও কুমিল্লা অঞ্চলে বন্যা পরিস্থিতির মারাত্মক অবনতি হয়েছে। এসব এলাকার বাড়ী ঘর, সড়ক -মহাসড়ক পানিতে তলিয়ে গেছে। যোগাযোগ বিছিন্ন হয়ে পড়েছে সম্পূর্ণ এলাকা। সেই সাথে গবাদি পশু, বিভিন্ন কৃষি খামার ও ফসলি জমি সম্পূর্ণ বিনষ্ট হয়ে গেছে। জনজীবনে নেমে এসেছে অবর্ণনীয় দুঃখ দুর্দশা।
আকস্মিক এ বন্যার ফলে লক্ষ লক্ষ মানুষ গৃহহীন হয়ে পড়েছে। অসহায় গৃহহীন আশ্রিত মানুষের মাঝে খাদ্য ও বিশুদ্ধ পানির মারাত্মক অভাব দেখা দিয়েছে।
বেসরকারী উন্নয়ন সংস্থা পাথওয়ে সেই সব গৃহহীন অসহায় মানুষদের জন্য চিড়া, মুড়ি, গুড়, খেজু্র, বিস্কুট, চানাচুর, পানি বিশুদ্ধ করন ফিল্টার, শিশুদের জন্য ডানো গুড়া দুধ, মজাদার বিস্কুট, মহিলাদের জন্য স্যানিটারি ন্যাপকীন, সাবান, খাবার স্যালাইন ও ঔষধ বিতরনের ব্যাপক প্রস্তুতি গ্রহন করেছে।