বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫

সর্বাধিক পঠিত


ফরিদপুর সদর উপজেলা বিএনপির কর্মী সম্মেলন স্থগিত


ফরিদপুর সদর উপজেলা বিএনপির কর্মী সম্মেলন স্থগিত
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

ফরিদপুর সদর উপজেলা বিএনপির কর্মী সম্মেলন স্থগিত করা হয়েছে। মঙ্গলবার (২৪ জুন) জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আলী আশরাফ নান্নু এক ফেসবুক পোস্টে এ তথ্য জানান।

কী কারণে স্থগিতের ঘোষণা এলো জানতে চাইলে জেলা বিএনপির সদস্য সচিব কিবরিয়া স্বপন বলেন, কর্মী সম্মেলনের জন্য যে প্রয়োজনীয় প্রস্তুতির দরকার আমরা তার কিছুটা ঘাটতি বা অভাব মনে করছি। তাই এই সিদ্ধান্ত। কবে এ সম্মেলন অনুষ্ঠিত হবে, তা পরে জানানো হবে।

এর আগে, ফরিদপুর জেলা ও মহানগর বিএনপির নতুন কমিটি গঠনের তাগিদ দিয়ে ৩০ দিনের সময় বেঁধে দেয় কেন্দ্রীয় কমিটি। গত ২ জুন জেলা বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিব বরাবর পাঠানো এক চিঠিতে এসব তথ্য জানা গেছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, ফরিদপুর জেলার আওতাধীন সব ইউনিট কমিটি আগামী জুলাই মাসের মধ্যে গঠন করে ১২ জুলাইয়ের মধ্যে জেলা বিএনপির সম্মেলন আয়োজন করতে হবে। অন্যথায় জেলা কমিটি ভেঙে দেওয়া হবে।