
কাফরুলে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল
৩ সপ্তাহ আগে
২৮ এপ্রিল ২০২৫, ৭:৪৯ অপরাহ্ণ
প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের আল জাজিরায় দেওয়া এক সাক্ষাৎকার প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, যে সরকার জনগণের দ্বারা নির্বাচিত হবে, তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, জবাবদিহি থাকবে, সেটা যে সরকারই হোক। কোনো মহামানবকে বাংলাদেশের দায়িত্ব দেওয়ার জন্য মানুষ জীবন দেয়নি, ত্যাগ স্বীকার করেনি।
সোমবার (২৮ এপ্রিল) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলটির লিয়াঁজো কমিটির সঙ্গে ন্যাপ ভাসানী, আমজনতার দল ও বাংলাদেশ পিপলস পার্টির প্রতিনিধিদলের সাক্ষাৎ শেষে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
আমীর খসরু বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে রাস্তায় বিএনপির সঙ্গে লড়াই করেছে এমন ৫০টি রাজনৈতিক দল পরিষ্কারভাবে ব্যক্ত করেছে যে ডিসেম্বরের আগে নির্বাচন দিতে হবে। দলগুলো সংস্কারের যে বিষয়ে ঐকমত্য হবে, সেগুলো দ্রুত বাস্তবায়ন করে নির্বাচন কমিশনকে বলে নির্বাচন অনুষ্ঠানের রোডম্যাপ দিতে হবে।
তিনি বলেন, গত ১৬ বছরের লড়াই ছিল গণতন্ত্রের জন্য, জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য।
ব্রিফিংয়ে আমজনতার দলের মহাসচিব তারেক রহমান বলেন, সংস্কারের জন্য রাজনৈতিক দলগুলো মতামত দিয়েছে। এখন সে অনুযায়ী বাস্তবায়ন করতে হবে। সরকার বলেছে, দলগুলোর মতামত ওয়েবসাইটে প্রকাশ করবে, কে কী চায় সেটা জনগণ দেখবে। তাহলে উপদেষ্টা পরিষদের বৈঠকে আওয়ামী লীগ নিষিদ্ধ কারা কারা চায়নি সেটা দেখান। এখন দেখা যাচ্ছে সরকারের মধ্যে ক্ষমতার লোভ, যা তাদের আকারে ইঙ্গিতে বোঝা যাচ্ছে।
তিনি আরও বলেন, বিএনপির সঙ্গে আলোচনায় আমরা বলেছি ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে। এর মানে কি ৫ জানুয়ারি, ১০ জানুয়ারি হবে? না। আমরা বলছি ডিসেম্বরের মধ্যে, মানে আগস্ট ও নভেম্বরেও হতে পারে।