মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪

ঢাকা-কোলকাতা নৌ-রুটে যাত্রা শুরু ২৯ নভেম্বর


৩১ অক্টোবর ২০২৩, ৫:৪২ অপরাহ্ণ 

ঢাকা-কোলকাতা নৌ-রুটে যাত্রা শুরু ২৯ নভেম্বর
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

সম্মানীত যাত্রী সাধারন আসসালামু আলাইকুম। অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, আগামী ২৯ নভেম্বর ২০২৩ ইং তারিখে ঢাকা-কোলকাতা নৌ-রুটে প্রথম বারের মত যাত্রা করতে যাচ্ছে এম ভি রাজারহাট-সি নামের একটি জাহাজ।

কোথায় থেকে কিভাবে যাবেন বা ঢাকা থেকে জাহাজ ছাড়ার সময় ও পৌছানোর সময় তারিখ:

ঢাকা থেকে জাহাজ ছাড়ার সময়ঃ ২৯ নভেম্বর ২০২৩ সকাল ১০.০০ ঘটিকা।
ছাড়ার স্থান: কার্নিভাল ক্রুজ ফেরীঘাট, হাসনাবাদ।

জাহাজ পৌছানোর সময়: ১ ডিসেম্বর ২০২৩ সকাল ১০.০০ ঘটিকা। (সম্ভাব্য)
পৌছানোর স্থান: পুলিশ জেটি ঘাট, হাওড়া, কলকাতা।

কলকাতা থেকে ছেড়ে আসবে: ৪ ডিসেম্বর ২০২৩ সকাল ১০.০০ ঘটিকা ।
ঢাকা পৌছানোর সময়: ৬ ডিসেম্বর ২০২৩ সকাল ১০.০০ ঘটিকা রুট: ঢাকা (হাসনাবাদ কার্নিভাল ফেরীঘাট)-চাঁদপুর-বরিশাল-ঝালকাঠী-
মোরেলগঞ্জ-মংলা(সুন্দরবন)-আংটিহারা-হেমনগর(ভারত)-বালি(সুন্দরবন)-ভগবতপুর-নামখানা-ডায়মন্ড হারবার-কোলকাতা পুলিশ জেটি।

(০) যাত্রাকালীন সময়ে যে সকল সুবিধা থাকছে-

(০) যাত্রী নিরাপত্তা ব্যবস্থা: পর্যাপ্ত লাইফ জ্যাকেট, লাইফ বয়া, আধুনিক অগ্নি নির্বাপন ব্যবস্থা, উন্নত প্রযুক্তি সম্পন্ন নেভিগেশন ব্যবস্থা ও দক্ষ আনসার বাহিনী।

(০) ভ্রমনকালীন সময় খাবার ব্যবস্থা: জাহাজে ২টি মানসম্মত ক্যান্টিন রয়েছে ভ্রমনকারীগন নিজ খরচে সেখান থেকে পছন্দমত খাবার খেতে পারবেন।

(০) ভ্রমনকারীর প্রয়োজনীয় কাগজপত্র: ভারতীয় ভিসা সম্বলিত পাসপোর্ট (ভিসার মেয়াদ কমপক্ষে ১৫ দিন, পাসপোর্টের মেয়াদ কমপক্ষে ০৬ মাস), জাতীয় পরিচয় পত্রের কপি।

(০) চিকিৎসা: সার্বক্ষনিক একজন এমবিবিএস ডাক্তার ভ্রমনকালীন সময়ে জাহাজে অবস্থান করবেন।

(০) বিনোদন: দাবা, ক্যারম, লুডু ও লাইভ মিউজিক।

(০) ওয়ান ওয়ে ভাড়ার তালিকাঃ ৪০% মূল্য ছাড়ে (সিমীত সময়ের জন্য)
(০) সিঙ্গেল স্লিপারঃ ৬,০০০/- (১ জন)
(০) ডাবল স্লিপারঃ ১০,০০০/- (২ জন)
(০) সিঙ্গেল কেবিনঃ ১২,০০০/- (১ জন)
(০) ডাবল কেবিনঃ ২০,৪০০/- (২ জন)
(০) ফ্যামিলি কেবিনঃ ২৫,২০০/- (২ জন)
(০) ভিআইপি কেবিনঃ ৩০,০০০/- (২ জন)
(০) প্রিমিয়াম ভিআইপি কেবিনঃ ৫০,৪০০/- (২ জন)

এছাড়া বাড়তি সুবিধা হিসাবে থাকছে, প্রত্যেক ফ্যামিলির সাথে ১০ বছরের কম বয়সের ২ জন সন্তানের টিকিট ফ্রি।