মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫

সর্বাধিক পঠিত


সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে বেরোবিতে মানববন্ধন


সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে বেরোবিতে মানববন্ধন
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডের প্রতিবাদে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১০ আগস্ট) বিকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে ক্যাম্পাসের প্রায় ৩০ জন সাংবাদিক এ কর্মসূচিতে অংশ নেন। বক্তারা হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে দ্রুত জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বেরোবির কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম ক্লাবের সভাপতি ও দেশ রূপান্তর প্রতিনিধি মোজাম্মেল হক হৃদয় বলেন, "এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড দেশে অরাজকতার পরিবেশ সৃষ্টি করছে। সাংবাদিকদের মুক্তচিন্তা ও লেখনীর নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।"

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (বেরোবিসাস) সভাপতি মো. আনোয়ার হোসেন বলেন, "তুহিন হত্যার ঘটনায় আমরা তীব্র নিন্দা জানাই। অপরাধীরা যেন দ্রুত বিচারের সম্মুখীন হয়, এটাই আমাদের একমাত্র দাবি।"

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মোহা. মাহামুদুল হক বলেন, "১৯৭১ সালের সেলিনা পারভীন থেকে শুরু করে সাগর-রুনি হত্যাকাণ্ড। এই ধারাবাহিকতায় স্বাধীন সাংবাদিকতার ওপর হামলা চলছে। এ ধরনের ঘটনা কোনো স্বাধীন দেশে কাম্য নয়।"

প্রসঙ্গত, গত ৭ আগস্ট গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয় দৈনিক প্রতিদিনের কাগজ-এর গাজীপুর প্রতিনিধি আসাদুজ্জামান তুহিনকে। নিহতের ভাই সেলিম বাদী হয়ে হত্যা মামলা দায়েরের পর পুলিশ সাতজনকে গ্রেপ্তার করে। নিহত তুহিন ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার ভাটিপাড়া গ্রামের হাসান জামালের ছেলে।