
নরসিংদীতে কাপড় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
১ মাস আগে
২৮ জুলাই ২০২৫, ৩:২৭ অপরাহ্ণ
রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে পৃথক অভিযানে হেরোইন ও ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযানে মোট ১৫০ পুরিয়া হেরোইন (ওজন প্রায় ১৫ গ্রাম) ও ৫২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
সোমবার(২৭ জুলাই) রাত ৮ টার সময় এসআই (নিঃ) মোঃ সাইদুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স উত্তর দৌলতদিয়া পুড়াভিটা এলাকায় অভিযান চালিয়ে মোঃ আশিক মাতব্বর (২৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন। তার বাড়ি মাদারীপুর জেলায় হলেও সে বর্তমানে দৌলতদিয়া যৌনপল্লিতে বসবাস করছিল। তার কাছ থেকে ১৫০ পুরিয়া কথিত হেরোইন এবং একটি জিআর পরোয়ানা উদ্ধার করা হয়।
একই রাত সাড়ে ৯ টার সময় এসআই (নিঃ) মোঃ সেলিম মোল্লা ও তার টিম ভাগলপুর এলাকায় অভিযান চালিয়ে নয়ন সেখ (২৭) নামের আরেক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন। তার কাছ থেকে ৫২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। নয়ন সেখ দীর্ঘদিন ধরে স্থানীয় এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
এ বিষয়ে গোয়ালন্দঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন,
“মাদকবিরোধী অভিযান আমাদের নিয়মিত কার্যক্রমের অংশ। সমাজ থেকে মাদক নির্মূল করতে আমরা জিরো টলারেন্স নীতিতে কাজ করছি। গোয়ালন্দঘাট থানা এলাকায় মাদক কারবারিদের কোনো ছাড় নেই। অভিযান অব্যাহত থাকবে। সাধারণ মানুষ যেন মাদকের ছোবলে ক্ষতিগ্রস্ত না হয়, সে লক্ষ্যেই আমাদের এ প্রয়াস।”
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে গোয়ালন্দঘাট থানায় পৃথক নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং পরবর্তীতে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।