রবিবার, ৬ অক্টোবর, ২০২৪

কুয়াকাটায় উদযাপিত হয়েছে বিশ্ব পর্যটন দিবস


২৭ সেপ্টেম্বর ২০২৪, ৫:৫৯ অপরাহ্ণ 

কুয়াকাটায় উদযাপিত হয়েছে বিশ্ব পর্যটন দিবস
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

পর্যটন শান্তির সোপান প্রতিপাদ্য কে সামনে রেখে নানা আয়োজনে সাগরকন্যা কুয়াকাটায় উদযাপিত হচ্ছে বিশ্ব পর্যটন দিবস। এ উপলক্ষে শুক্রবার ২৭ (সেপ্টপম্বর) বেলা সাড়ে ১১ টায় জেলা প্রশাসনের আয়োজনে কুয়াকাটা পৌরসভা প্রাঙ্গণ থেকে একটি বর্নাঢ্য রেলী বের করা হয়। রেলিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক সহ সৈকত এলাকা প্রদক্ষিন করে। এসময় সৈকতে পরিচ্ছন্নতা অভিযান চালায় রেলীতে অংশগ্রহনকারীরা। পরে পর্যটন হলিডে  হোমসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন,ট্যুরিষ্ট পুলিশ কুয়াকাটা রিজিওয়নের পুলিশ সুপার আনছার উদ্দিন ও কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম। বক্তারা পর্যটন নগরী সাগরকন্যা কুয়াকাটাকে বিশ্ব দরবারে আরো পরিচিত বাড়াতে সবাইকে ঐক্যবদ্ধ থেকে কাজ করার আহ্বান জানান। এসময় অন্যান্যের মধ্যে স্থানীয় ব্যবসায়ী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সভা শেষে পর্যটন সংশ্লিষ্ট বহুল তথ্য ভিত্তিক কুয়াকাটা.জিওভি.বিডি নামে একটি সরকারী ওয়েব সাইটের উদ্বোধন করা হয়। এছাড়াও হাঁস ধরা,সাতার প্রতিযোগিতা,পর্যটক বরন,সাংস্কৃতিক অনুষ্ঠান সহ দিনব্যাপী নানা আয়োজনে দিবসটি উদযাপন করা হয়।