স্মরণ সভা-দোয়া মাহফিল ও শিক্ষকের বিদায় সংবর্ধণা
বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪
৪ আগস্ট ২০২৪, ১১:৩০ পূর্বাহ্ণ
ছবি: সংগৃহীত |
গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন |
দৈনিক কালবেলার নামে বিভিন্ন মাধ্যমে ভুয়া খবর ছড়ানো হচ্ছে। বিশেষ করে সামাজিক মাধ্যম ফেসবুকে কালবেলার ফটো কার্ড এডিট করে, ফেসবুকের বিভিন্ন পেজ ও গ্রুপের ভুয়া তথ্যের পোস্টে কালবেলার সূত্র উল্লেখ করে ভুয়া তথ্য প্রচারের একাধিক ঘটনা কালবেলা কর্তৃপক্ষের নজরে এসেছে।
সম্প্রতি দেশে চলমান আন্দোলনকে কেন্দ্র করে ফটো কার্ড এডিট করে গুজব ছড়ানো হচ্ছে। যে কার্ডে বলা হচ্ছে ‘বোরকা পড়ে ঢাকা ছাড়লেন তিন সমন্বয়ক’, মূলত এটি একটি ভুয়া ফটো কার্ড। কালবেলা এ ধরনের কোনো নিউজ বা ফটো কার্ড করেনি।
Md Fokrul Hassan নামের একটি ফেসবুক আইডি থেকে ফটো কার্ডটি পোস্ট করা হয়েছে। ধারণা করা যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানোর উদ্দেশ্যে এই ফটো কার্ড করা হয়েছে।
কালবেলার নামে এমন গুজব ছড়ানোর বিষয়ে কালবেলা কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা নিচ্ছে।
এসএম/৪/৫