বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫

ভালুকায় নাইট প্রীতি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত


ভালুকায় নাইট প্রীতি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

ময়মনসিংহের ভালুকায় হবিরবাড়ী স্পোর্টস একাডেমি কর্তৃক আয়োজিত নাইট প্রীতি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২ এপ্রিল (বুধবার) রাতে হবিরবাড়ী ইউনিয়ন সোনার বাংলা স্কুল এন্ড কলেজ মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলাটি উদ্বোধন করেন হবিরবাড়ী ইউনিয়ন যুবদলের সভাপতি ও  হবিরবাড়ী স্পোর্টস একাডেমির প্রধান উপদেষ্টা আবু সাঈদ জুয়েল।

প্রবীণ ক্রীড়াবিদ ও সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গের ঈদ পূর্ণমিলনী উদযাপন উপলক্ষে রাজনৈতিক ও ক্রীড়াবিদদের সমন্বয়ে ৩৫ উর্ধ্ব প্রবীণরা এ খেলায় অংশগ্রহণ করেন, জমকালো এই নাইট ফুটবল ম্যাচে দুই দলের প্রতিনিধিত্ব করেন আলহাজ্ব মোহাম্মদ মুর্শেদ আলম ও খলিলুর রহমান বিএসএস।

খেলায় প্রধান অতিথি ছিলেন ভালুকা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আলহাজ্ব মুহাম্মদ মোর্শেদ আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম আহবায়ক মজিবুর রহমান মজু, হবিরবাড়ী স্পোর্টস একাডেমির উপদেষ্টা এমরামুল ইসলাম শাহীন, ভাইস চেয়ারম্যান মাহমুদুল হাসান মামুন। ৯০ মিনিটের এই খেলায় ১-১ গোলে করে ড্র হয়, পরে কমিটির সিদ্ধান্তে দুটি দলের সমন্বয়ে ট্রফি তুলে দেন।