বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫

শেষের ঝড়ে বড় সংগ্রহ খুলনার


২৭ জানুয়ারী ২০২৫, ৪:১৪ অপরাহ্ণ 

শেষের ঝড়ে বড় সংগ্রহ খুলনার

ছবিঃ সংগৃহীত |

  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

কঠিন এক সমীকরণের সামনে খুলনা টাইগার্স। বিপিএলে বাকি তিন ম্যাচের অন্তত দুটিতে জিততে হবে। কঠিন সেই সমীকরণ সহজ করার মিশনে ফরচুন বরিশালকে বড় লক্ষ্যই ছুড়েছে দলটি। জিততে হলে তামিম ইকবালদের ব্যাট চালাতে হবে ৯.৩৫ রানরেটে।

শেরই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আজ দারুণ ‍শুরু পায় খুলনা। ওপেনিংয়ে মিরাজ-নাঈমের তাণ্ডবের পর ধীমেতালে এগোয় মিডল অর্ডার। তবে শেষদিকে মাহিদু ইসলাম অঙ্কনের ছোট ঝড়ে ১৮৭ রানের সংগ্রহ পায় খুলনা।

টস হেরে সোমবার ওপেনিংয়ে আসেন মিরাজ। নাঈমের সঙ্গে গড়েন ৪৭ রানের জুটি। তবে চোট কাটিয়ে ফেরা এবাদত হোসেনের বলে বোল্ড হওয়ার পরই মিরাজ পড়েন চোটে। স্ট্রেচারে চড়ে পরে মাঠ ছাড়তে হয় মিরাজকে। ফেরার আগে ১৮ বলে অধিনায়ক করেন ২৯ রান। আরেক ওপেনার মোহাম্মদ নাঈম খেলেন ৫১ রানের ইনিংস। ৫ চার ও তিন ছ্ক্কার ইনিংসটিতে বল খরচ হয়েছে মোটে ২৭টি। চারে নামা আফিফ হোসেন রানের গতি কমিয়ে দেন। ফাহিম আশরাফের শিকার হওয়ার আগে ২৭ বলে আনেন ৩২ রান।

বাকি সময়ে ছোটখাটো তাণ্ডব চালায় বরিশাল। উইলিয়াম বসিস্টোর ১৬ বলে ২০ রান ও মাহিদুল ইসলামের ১২ বলে ২৭ রানের ইনিংসে দুইশ রানের কাছাকাছি যায় খুলনা।

বরিশালের বোলারদের বাজে দিনে মোহাম্মদ নবী ছিলেন মিতব্যয়ী। খুলনার ৫ উইকেট হারানোর দিনে ২২ রানে নেন একটি উইকেট। দুটি উইকেট নিয়েছেন ফাহিম। একটি করে উইকেট নিয়েছেন জেমস মুলার ও এবাদত হোসেন।