মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪

ভেনেজুয়েলার কাছে হোঁচট খেল ব্রাজিল


১৫ নভেম্বর ২০২৪, ৯:১৮ পূর্বাহ্ণ 

ভেনেজুয়েলার কাছে হোঁচট খেল ব্রাজিল

ছবি: সংগৃহীত |

  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

ক্লাবের জার্সিতে দুর্দান্ত ফর্মে থাকা ভিনিসিয়ুস জুনিয়র ব্রাজিলের হয়ে খেলতে নামলেই অচেনা হয়ে যান। বৃহস্পতিবারের আগ পর্যন্ত জাতীয় দলের জার্সিতে ৩৪ ম্যাচ খেলা ভিনির ৫ গোল যেন সে বার্তাই দেয়। ব্যর্থতার সে ধারা অব্যাহত থাকল ভেনেজুয়েলার বিপক্ষেও। প্রতিপক্ষের জাল তো খুঁজে পাননি, উল্টো পেনাল্টি মিস করেছেন। আর তাতে গত রাতে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে হোঁচট খেয়েছে ব্রাজিল। ভেনেজুয়েলার মাঠে ১-১ গোলে ড্র করেছে দরিফাউ জুনিয়রের শিষ্যরা।

দারুণ এক ফ্রি-কিকে ব্রাজিলকে এগিয়ে দিয়েছিলেন রাফিনিয়া। কিন্তু তেলাস্কো সেগোভিয়ার গোলে সমতা ফেরায় ভেনেজুয়েলা। এ ড্রতে ১১ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে আপাতত তালিকার তিনে উঠে এসেছে ব্রাজিল। সমান ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে তালিকার সপ্তম স্থানে ভেনেজুয়েলা।

ঘরের মাঠে ম্যাচের শুরুতে অবশ্য দুবার ব্রাজিল সমর্থকদের মনে কাঁপুনি ধরিয়েছিল ভেনেজুয়েলা। তবে ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয় দরিফাউয়ের শিষ্যরা। ম্যাচের ৯ম মিনিটে গোলের দারুণ এক সুযোগ পেয়েছিল ব্রাজিল। কিন্তু সহজ সুযোগটি হাতছাড়া করেছেন ভিনিসিয়ুস।

প্রতিপক্ষের ডিফেন্ডারের থেকে বল কেড়ে নিয়ে দারুণ ক্ষিপ্রতায় ভেনেজুয়েলার বক্সে ঢুকে পড়েছিলেন ব্রাজিলিয়ান উইঙ্গার। কিন্তু এগিয়ে আসা গোলকিপার রাফায়েল রোমোকে ড্রিবল করতে গিয়ে বেশি দূরে চলে যান ভিনি। পরে কাটব্যাক করেছিলেন, কিন্তু রাফিনিয়ার শট অনেকটা ওপর দিয়ে বেরিয়ে যায়।

ম্যাচের ২২ মিনিটে আবারও গোলবঞ্চিত হন ভিনিসিয়ুস। সাভিনিওর পাসে ভিনির শট পোস্টে লেগে ফেরত আসে। ওই আক্রমণেই ব্রাজিলের কয়েকজনের পা ঘুরে বক্সের বাইরে থেকে শট নেন গেরসন। বাঁ দিকে ঝাপিয়ে সেটি দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন ভেনেজুয়েলা গোলকিপার রোমো।

এরপর দুদলের আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে ম্যাচ। এর মধ্যে বিরতির ঠিক আগ মুহূর্তে এগিয়ে যায় ব্রাজিল। ৪৩তম মিনিটে বক্সের বাইরে ফ্রি-কিক পায় সেলেসাওরা। রাফিনিয়ার শট দূরের পোস্টে লেগে আশ্রয় নেয় জালে। ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় ব্রাজিল।

তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই গোলের দেখা পায় ভেনেজুয়েলা। সতীর্থের কাটব্যাকে সমতা (১-১) ফেরান তেলাস্কো। গোল করেই থেমে থাকেনি ফের্নান্দো বাতিস্তার শিষ্যরা। একের পর এক আক্রমণ শানাতে থাকে ব্রাজিল রক্ষণে।

পাল্টা আক্রমণে ম্যাচের ৬২তম মিনিটে পেনাল্টি আদায় করেন ভিনিসিয়ুস। কিন্তু স্পটকিক থেকে গোল করতে ব্যর্থ হন রেয়াল উইঙ্গার। ডান দিকে ঝাঁপিয়ে ভিনির পেনাল্টি ঠেকান রোমো। ফিরতি বলে ভিনিসিয়ুসের শট পোস্ট ঘেঁষে বেরিয়ে যায়।

ম্যাচের বাকিটা সময় অনেক চেষ্টা করেও আর কোনো গোল আদায় করতে পারেনি ব্রাজিল। এতে ১-১ সমতার হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয় দরিফাউয়ের শিষ্যদের।