জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হলেন সুলতানা রাজিয়া
রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
২২ সেপ্টেম্বর ২০২৪, ৪:০৭ অপরাহ্ণ
ছবি: সংগৃহীত |
গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন |
বাংলাদেশের হোম অব ক্রিকেট খ্যাত মিরপুরের শের-ই বাংলা স্টেডিয়াম যেন যুদ্ধক্ষেত্র। রোববার স্টেডিয়াম এলাকায় আকাশে দেখা গেছে সেনা হেলিকপ্টার উড়তে। মাঠেও সশস্ত্র মহড়া চালানো হয়েছে। আর এমনটির কারণ মূলত, ক্রিকেটারদের নিরাপত্তা দেওয়া।
বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতায় সরে গেছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। শঙ্কা আছে ঘরের মাটিতে আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজ নিয়েও। তবে সেই শঙ্কা দূর করতে কাজ করছে বিসিবি। দক্ষিণ আফ্রিকাকে নিরাপত্তা নিয়ে চিন্তা মুক্ত রাখতে রোববার মিরপুর স্টেডিয়ামে বিশেষ মহড়া দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।
এই মহড়ার কারণ, আগামী মাসের মাঝামাষি সময়ে বাংলাদেশ সফরে আসবে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। তার আগে, সফরের নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করতে গতকাল বাংলাদেশে এসেছে দেশটির তিন জন প্রতিনিধি দল। যারা আজ ঘুরে দেখবেন চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে। এরপর আগামীকাল পরিদর্শন করবে শের-ই বাংলা স্টেডিয়াম। তার আগে আজ নিজেদের প্রস্তুতি সেরেছে সেনাবাহিনী।
রোবাবার দুপুর বারোটার কিছুক্ষণ পর শের-ই বাংলার আকাশে উড়তে দেখা যায় হেলিকপ্টার। মিনিট কয়েক প্রদক্ষিণের পরপরই ত্যাগ করে মাঠ। এর আগেও বিভিন্ন সময়ের সিরিজ বা টুর্নামেন্টের আগে এমন মহড়া দিতে দেখা গেছে মিরপুরে।
এমএস/২২/২