বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪

দেশে নারী বিশ্বকাপের আয়োজন নিয়ে আশাবাদী ক্রীড়া উপদেষ্টা


১০ আগস্ট ২০২৪, ৯:৫৯ অপরাহ্ণ 

দেশে নারী বিশ্বকাপের আয়োজন নিয়ে আশাবাদী ক্রীড়া উপদেষ্টা

ছবি: সংগৃহীত |

  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

শুরু হওয়ার কথা আগামী ৩ অক্টোবর বাংলাদেশে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। কিন্তু গত কয়েক সপ্তাহে দেশে ঘটে যাওয়া ঘটনাপ্রবাহে মেয়েদের বিশ্বকাপ আয়োজন শঙ্কার মুখে পড়েছে।

আইসিসিও বিকল্প ভেন্যু হিসেবে সংযুক্ত আরব আমিরাত, ভারত ও শ্রীলঙ্কার কথা ভাবতে শুরু করেছে। তবে অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টার দায়িত্ব পাওয়া আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে আশার কথাই শুনিয়েছেন।

দেশের একটি জাতীয় দৈনিকে দেওয়া সাক্ষাৎকারে আসিফ মাহমুদ বলেছেন, ‘আমি এখন থেকেই তৎপরতা শুরু করেছি। আশা করি, এটা (নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ) বাংলাদেশের বাইরে যাবে না। দেশ গঠনের সময়ে যদি এ রকম কিছু ঘটে, তাহলে সেটা আমাদের ভাবমূর্তির জন্য খুবই ক্ষতিকর হবে।’

এ ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে বড় ভরসা মানছেন ক্রীড়া উপদেষ্টা, ‘আমাদের সৌভাগ্য, ইউনূস স্যার আছেন সঙ্গে। আমাদের যেসব বিনির্মাণ করা প্রয়োজন, সচিবের কাছে কিছু কিছু শুনেছি। সেসব সংস্কারের জন্য আমরা রোববারেই বসব। আমি সচিবের সঙ্গে বসব। মন্ত্রণালয়ে বসে আমরা সিদ্ধান্ত নেব। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব ড. মুহাম্মদ ইউনূস স্যার আমাদের নেতৃত্বে আছেন, যিনি নিজেও ক্রীড়াপ্রেমী। তিনি কদিন আগে অলিম্পিকের সঙ্গেও সম্পৃক্ত ছিলেন। তাঁর সঙ্গে কথা বলে আশা করি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আমাদের দেশেই ঠিকঠাক আয়োজন করতে পারব। এটা আয়োজনে সর্বোচ্চ চেষ্টা করব।’

বাংলাদেশ নারী ক্রিকেট দল


প্রসঙ্গত ২০১৪ সাল থেকে বিসিবি প্রধানের দায়িত্ব পালন করে আসছেন সদ্য ক্ষমতা হারানো আওয়ামী লীগ সরকারের সাবেক সংসদ সদস্য নাজমুল হাসান। বাফুফে সভাপতি কাজী সালাহউদ্দীনও দায়িত্বে আছেন অনেক দিন। 

এসব জায়গায় পরিবর্তন আসতে পারে কি না জানতে চাইলে আসিফ মাহমুদ বলেন, ‘নেতৃত্বের ব্যক্তি নিয়ে কথা বলা উচিত নয়। আমরা প্রসেসের জন্য, সিস্টেমের জন্য আন্দোলন করেছি। সিস্টেমে বিশ্বাস করি, আমরা সিস্টেমের সংস্কার করব। একটা সিস্টেম প্রতিষ্ঠা করব; সেখানে যিনিই নেতৃত্বে আসবেন, প্রতিষ্ঠান হিসেবে ক্রীড়াক্ষেত্রে বিশ্বের বুকে মাথা উঁচু করা দাঁড়াতে পারব।’

এসআর/এসএম/১০/১০