স্মরণ সভা-দোয়া মাহফিল ও শিক্ষকের বিদায় সংবর্ধণা
বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪
১০ আগস্ট ২০২৪, ১০:২০ পূর্বাহ্ণ
ছবি: সংগৃহীত |
গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন |
ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত ১৭ সদস্যের অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে বিভিন্ন মন্ত্রণালয় বণ্টন করে দেওয়া হয়েছে। তাদের মধ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া।
নতুন দায়িত্ব পাওয়া আসিফ মাহমুদকে শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ভিন্ন ভিন্ন বার্তায় শুক্রবার (৯ আগস্ট) নতুন যুব ও ক্রীড়া উপদেষ্টাকে শুভেচ্ছা জানিয়েছে তারা।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে ক্রিকেট বোর্ড জানায়, বিসিবি আত্মবিশ্বাসী যে, আসিফ মাহমুদ খেলাধুলার অগ্রগতিতে তার আবেগ এবং প্রতিশ্রুতি দিয়ে অনুকরণীয় দৃষ্টি স্থাপন করবেন। বাংলাদেশের খেলাধুলার জন্য গুরুত্বপূর্ণ সময়ে তার দায়িত্বের সাফল্য কামনা করে বিসিবি। ক্রিকেটের উন্নয়নে এক সঙ্গে কাজ করে যেতে চায় দেশের ক্রিকেটের সর্বেোচ্চ সংস্থা।
এ দিকে বাফুফে তাদের বিবৃতিতে বলেছে, ‘বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নতুন উপদেষ্টা হিসেবে আসিফ মাহমুদ সজিব ভূঁইয়ার দারুণ সাফল্য কামনা করছি। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে শুভেচ্ছা।’
এ ছাড়াও অন্য ফেডারেশনগুলোও নতুন যুব ও ক্রীড়া উপদেষ্টাকে স্বাগত জানিয়েছে।
এসএম/১০/৪