বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫

অলিম্পিক ফুটবলের কোয়ার্টারে শীর্ষ আট নিশ্চিত, কে কার মুখোমুখি?


অলিম্পিক ফুটবলের গ্রুপ পর্ব শেষ হয়েছে। আট দল কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে। গ্রুপ ‘এ’ থেকে স্বাগতিক ফ্রান্স ও যুক্তরাষ্ট্র কোয়ার্টারে টিকিট নিশ্চিত করেছে। অন্যদিকে গ্রুপ ‘বি’ থেকে মরক্কো ও আর্জেন্টিনা কোয়ার্টারে গেছে।

৩১ জুলাই ২০২৪, ৫:১৯ অপরাহ্ণ 

অলিম্পিক ফুটবলের কোয়ার্টারে শীর্ষ আট নিশ্চিত,  কে কার মুখোমুখি?

ছবি/সংগৃহীত |

  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

অলিম্পিক ফুটবলের গ্রুপ পর্ব শেষ হয়েছে। আট দল কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে। গ্রুপ ‘এ’ থেকে স্বাগতিক ফ্রান্স ও যুক্তরাষ্ট্র  কোয়ার্টারে টিকিট নিশ্চিত করেছে। অন্যদিকে গ্রুপ ‘বি’ থেকে মরক্কো ও আর্জেন্টিনা কোয়ার্টারে গেছে।

মরক্কো ও আর্জেন্টিনা গ্রুপের তিন ম্যাচের দুটিতে জয় পেয়েছে। একটিতে হেরেছে। আবার দুই দলের গোল ব্যবধানও একই। তারপরই মরক্কো গ্রুপের সেরা হয়েছে। কারণ মুখোমুখি লড়াইয়ে আর্জেন্টিনাকে হারিয়েছিল মরক্কো।

গ্রুপ ‘সি’ থেকে কোয়ার্টার ফাইনালে উঠেছে মিশর ও স্পেন। এই গ্রুপের সেরা দল মিশর। অন্য গ্রুপ থেকে জাপান গ্রুপ সেরা হয়ে এবং প্যারাগুয়ে রানার্স আপ হয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে।

সেমিফাইনালে যাওয়ার লড়াইয়ে ‘এ’ গ্রুপের সেরা দল ফ্রান্স খেলবে ‘বি’ গ্রুপের রানার্স আপ আর্জেন্টিনার বিপক্ষে।আবারও দেখা যাবে ২০১৮ ও ২০২২ এর দুই ফাইনালিস্টের লড়াই।  মরক্কো ও যুক্তরাষ্ট্র মুখোমুখি হবে। একইভাবে ‘সি’ গ্রুপের সেরা দল মিশর খেলবে ‘ডি’ গ্রুপের রানার্স আপ প্যারাগুয়ের বিপক্ষে। অন্য দিকে ‘ডি’ গ্রুপের চ্যাম্পিয়ন জাপান মুখোমুখি হবে স্পেনের।

টিএনএ/এমএস/৩১/২