বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪

থাইল্যান্ড থেকে মালয়েশিয়া যাওয়ার পথে ১১ বাংলাদেশি আটক


১২ ডিসেম্বর ২০২৩, ৫:০১ অপরাহ্ণ 

থাইল্যান্ড থেকে মালয়েশিয়া যাওয়ার পথে ১১ বাংলাদেশি আটক
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

থাইল্যান্ড থেকে মালয়েশিয়া যাওয়ার পথে ১১ বাংলাদেশিকে আটক করেছে দেশটির সেন্ট্রাল পার্ক ইন্সপেকশন হাইওয়ে পুলিশ। জানা গেছে, তারা সবাই প্রথমে বাংলাদেশ থেকে আকাশপথে ভিয়েতনামে যায় এবং পরে বৈধ নথিপত্র ছাড়েই গাড়িতে করে কম্বোডিয়ায় পৌঁছায়। সেখান থেকে তাদের মানবপাচারকারী চক্র থাইল্যান্ডে পাচার করে।

স্থানীয় সময় গতকাল সোমবার (১১ ডিসেম্বর) থাইল্যান্ডের সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন (সিআইবি) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, গত শনিবার (০৯ ডিসেম্বর) থাইল্যান্ডের পূর্ব সীমান্তে সা কাইও প্রদেশ দিয়ে পিকআপে করে মালয়েশিয়া যাওয়ার পথে তাদের আটক করা হয়।

সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন জানিয়েছে, এ ঘটনায় ভোর ৫টার দিকে হাইওয়ে পুলিশ দ্রুতগামী একটি পিকআপ ভ্যানকে ধাওয়া দিলে ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। পরে গাড়ির ভেতর থেকে ১১ বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে।

আটক সবার বয়স ২২ থেকে ৪৮ বছরের মধ্যে। দুর্ঘটনার পর পিকআপ ভ্যান চালক (থাই পুরুষ) ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। তার খোঁজে নেমেছে পুলিশ।

মালয়েশিয়ায় ভালো চাকরির প্রতিশ্রুতিতে দালালরা তাদের প্রত্যেকের কাছ থেকে তিন থেকে সাড়ে তিন লাখ টাকা করে নিয়েছে বলে জানা গেছে।

গাড়ি চালকদের বিরুদ্ধে অবৈধভাবে থাইল্যান্ডে প্রবেশকারী বিদেশিদের আশ্রয় দেয়ার অভিযোগ আনা হয়েছে। অবৈধ বাংলাদেশিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইনি প্রক্রিয়া চলমান বলে জানিয়েছে দেশটির ইমিগ্রেশন পুলিশ।