খুকৃবিতে "জুলাই শহীদ স্মৃতি শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট" উদ্বোধন
শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪
১২ ডিসেম্বর ২০২৩, ২:৫৫ অপরাহ্ণ
সালটা ২০১২। বছরের শেষ মাসের একটা বিশেষ দিনে বিয়ের পিড়িতে বসেন দেশের ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসান। বিয়ে করেন যুক্তরাষ্ট্র প্রবাসী উম্মে আহমেদ শিশিরকে। দেশের ক্রিকেট ইতিহাসে ততদিন নাম লিখে ফেলে আন্তর্জাতিক স্বীকৃতিও পেয়ে যাওয়া সাকিবের বিয়ে দেশে তুলেছিল আলোড়ন।
১২-১২-১২; এমন ম্যাজিক তারিখেই বিয়ের পিড়িতে বসেন সাকিব আল হাসান ও উম্মে আহমেদ শিশির। পাঁচ তারকা 'হোটেল ইন্টারকন্টিনেন্টাল'-এ (তৎকালীন রূপসী বাংলা) হয়েছিল বিয়ের আয়োজন।
তার আগে ২০১০ সালে ইংল্যান্ডে ওরস্টারশায়ারের হয়ে কাউন্টি ক্রিকেট খেলতে গিয়ে ২৩ বছর বয়সী শিশিরের সঙ্গে সাকিবের পরিচয় হয়। দেখতে দেখতে পেরিয়ে গেছে ১১ বছর। এক যুগে পদার্পন করেছে সাকিব-শিশিরের সংসার। মঙ্গলবার (১২ ডিসেম্বর) বিবাহবার্ষিকীতে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন সাকিবপত্নী শিশির।
ফেসবুকে তিনি লিখেছেন, এক সঙ্গে আমাদের ১১ বছর, আলহামদুলিল্লাহ! আমাদের খুব ছোট্ট জগতটার বড় অংশটাই একে অন্যর প্রতি ভালোবাসা ও সম্মানে ভরা। একদম প্রথম দিন থেকে এখন পর্যন্ত একে অন্যকে যে কোনো পরিস্থিতিতে সমর্থনের যে প্রতিজ্ঞা আমরা করেছিলাম তা রক্ষা করে চলেছি। আল্লাহ আমাদের সফলতা দান করুন এবং শেষদিন পর্যন্ত আমাদের একে অন্যের প্রতি ভালোবাসা বাড়িয়ে দিন। ভালোবাসা মোটে একটা শব্দ কিন্তু অনুভূতিটাই সবকিছু! ১১ বছর এবং আরও অনেক দিনের জন্য উল্লসিত, ইনশাআল্লাহ।
এরপর অবশ্য জানিয়ে দিয়েছেন গতরাতে সাকিব-শিশির কাটিয়েছেন দারুণ সময়, 'গত রাতের ডেট দারুণ ছিল।'
ক্রিকেটের মাঠে সাকিব যেমন বরাবরই আলোচনায়। কখনো পারফরম্যান্সে তো কখনও মাঠের ভেতরের-বাইরের বিতর্কে। তেমনই আলোচনায় থেকেছেন শিশির।
বিতর্ক উঠলেই স্বামীর পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানান মন্তব্য করে থাকেন তিনি। সাকিবকে দেওয়া প্রতিজ্ঞা পালনেই তার বিপদে সবচেয়ে বড় বন্ধু হয়ে শিশিরই দাঁড়িয়েছেন। এই মুহূর্তে সাকিব অবশ্য ব্যস্ত সময় পার করছেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে। মাগুরা-১ আসন থেকে আওয়ামী লিগের মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন সাকিব।