খুকৃবিতে "জুলাই শহীদ স্মৃতি শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট" উদ্বোধন
শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪
১১ ডিসেম্বর ২০২৩, ২:৫৪ অপরাহ্ণ
সরকারি চাকরি হোক বা বেসরকারি চাকরি, প্রত্যেককেই লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ দিতে হয়। এই সাক্ষাৎকারে বিভিন্ন ধরনের প্রশ্ন করা হয়। তবে অনেক সময় পাঠ্য বিষয়ের বাইরেও এমন কিছু প্রশ্ন ঘুরিয়ে করা হয় যা শুনে অনেকেই বিভ্রান্তিতে পড়েন। আসলে এই ধরনের প্রশ্নগুলী ওই প্রার্থীর উপস্থিত বুদ্ধির যাচাইয়ের জন্যই জিজ্ঞাসা করা হয়। এই প্রতিবেদনে তেমন কিছু প্রশ্নের উত্তর নিয়ে আসা হলো।
১) প্রশ্নঃ কোন প্রাণীর ৩টি হৃদয় ও ৯টি মস্তিষ্ক আছে?
উত্তর: অক্টোপাসই একমাত্র প্রাণী যার ৩টি হৃদয় এবং ৯টি মস্তিষ্ক রয়েছে।
২) প্রশ্ন: প্রথম কোন দেশে বিমুদ্রাকরণ করা হয়েছিল?
উত্তর: প্রথম বিমুদ্রাকরণ ঘানায় ঘটেছিল।
৩) প্রশ্নঃ কোন সালকে উল্টো করে লিখলেও একই সাল হয়?
উত্তরঃ 1961 সাল। (শুধু ইংরেজির ক্ষেত্রে)
৪) প্রশ্নঃ কোন দেশে সর্বাধিক সংখ্যক চলচ্চিত্র নির্মিত হয়?
উত্তর: আমাদের ভারত এমন একটি দেশ যেখানে সর্বাধিক সংখ্যক চলচ্চিত্র নির্মিত হয়।
৫) প্রশ্নঃ কোন দেশে সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়?
উত্তরঃ দক্ষিণ কোরিয়ায়।
৬) প্রশ্নঃ কত্থক কোন রাজ্যের লোকনৃত্য?
উত্তর: কত্থক উত্তরপ্রদেশের লোকনৃত্য।
৭) প্রশ্নঃ প্লাস্টিকের নোট কোন দেশে চালু হয়েছে?
উত্তরঃ অস্ট্রেলিয়ায় প্লাস্টিকের চালু হয়েছে।
৮) প্রশ্নঃ দুবাইয়ের বিখ্যাত ভবন বুর্জ খলিফার মালিক কে?
উত্তরঃ বুর্জ খলিফার মালিকের নাম এইচএইচ শেখ খলিফা বিন জায়েদ।
৯) প্রশ্নঃ কোন দেশের মানুষ ভারতে যেতে পারে না?
উত্তর: উত্তর কোরিয়ার লোকেরা ভারতে যেতে পারে না।
১০) প্রশ্নঃ সাইট্রাস ফলের মধ্যে কোন অ্যাসিড পাওয়া যায়?
উত্তর: সাইট্রাস ফলের মধ্যে সাইট্রিক অ্যাসিড পাওয়া যায়।
১১) প্রশ্নঃ কোন প্রাণীর দুধে সবচেয়ে বেশি প্রোটিন থাকে?
উত্তর: ভেড়ার দুধে প্রোটিনের পরিমাণ সবচেয়ে বেশি।
১২) প্রশ্নঃ ভারতের বৃহত্তম হ্রদ কোনটি?
উত্তর: চিল্কা হ্রদ ভারতের বৃহত্তম হ্রদ।
১৩) প্রশ্নঃ ভারতের প্রথম মহিলা লোকসভা স্পিকার কে ছিলেন?
উত্তরঃ মীরা কুমার যিনি ভারতের প্রথম মহিলা লোকসভা স্পিকার ছিলেন।
১৪) প্রশ্নঃ কোন পাখি মাটিতে পা রাখে না?
উত্তর: হ্যারিয়ার এমন একটি পাখি যে কখনো পৃথিবীতে পা রাখে না।
১৫) প্রশ্নঃ মেয়েরা টাকা না নিয়ে যে জিনিস দেয় না, সেটা কি?
উত্তরঃ বিয়ের দিন বরের জুতা (বিভ্রান্ত করতেই এমন প্রশ্ন করা হয়)।