মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫

কূটনৈতিকদের হামলার ভিডিও দেখালো বিএনপি


৩ আগস্ট ২০২৩, ১২:২৪ অপরাহ্ণ 

কূটনৈতিকদের হামলার ভিডিও দেখালো বিএনপি
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিদেশি কূটনীতিকদের কাছে  তুলে ধরেছে বিএনপি। গত ২৮ জুলাই ঢাকার মহাসমাবেশে বড় জমায়েতের বিষয় এবং ২৯ জুলাই রাজধানীর চার প্রবেশমুখে অবস্থান কর্মসূচিতে পুলিশ ও সরকারি দল কীভাবে হামলা, গুলিবর্ষণ, কাঁদানে গ্যাস নিক্ষেপ করেছে, দলের নেতা-কর্মীদের রক্তাক্ত করেছে, সে ঘটনা তুলে ধরেছে দলটি।

গতকাল (বুধবার) বিকেলে ঢাকায় নিযুক্ত বিদেশি কূটনীতিকদের সঙ্গে গুলশানের হোটেল লেকশোরে বিএনপির নেতাদের বৈঠক হয়। প্রায় এক ঘণ্টার রুদ্ধদ্বার এই বৈঠকে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য, চীন, জার্মানি, জাপান, রাশিয়াসহ মোট ২৫টি দেশে কূটনীতিকেরা অংশ নেয়। বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরেন। বৈঠক চলাকালে বিভিন্ন গণমাধ্যমকর্মীরা হোটেলের বাইরেই অপেক্ষমাণ ছিল।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আবদুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক কমিটির সদস্য এনামুল হক চৌধুরী, আসাদুজ্জামান, শামা ওবায়েদ, ইশরাক হোসেন, রুমিন ফারহানা, নওশাদ জমির, অনিন্দ্য ইসলাম, তাবিথ আউয়াল সহ  নেতৃবৃন্দরা।

বৈঠক শেষে আমীর খসরু মাহমুদ চৌধুরী জানান, ‘বর্তমান রাজনৈতিক ঘটনাবলি, ২৯ তারিখে আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে সরকার ও সরকারি দলের অস্ত্রধারী সন্ত্রাসীদের যে যৌথ কর্মকাণ্ড, মিথ্যা মামলা, গ্রেপ্তার—এসব বিষয়ে আমরা বলেছি। বাংলাদেশে যারা গণতন্ত্র দেখতে চায়, মানবাধিকার দেখতে চায়, বিষয়গুলো তাদের জানা দরকার। এ কথাগুলো আমরা প্রেস ব্রিফিংয়ে বলেছি, আজকে কূটনীতিকদের এই কথাগুলো বলেছি। যত ঘটনা ঘটবে, আমরা আপনাদের (গণমাধ্যম) কাছে তুলে ধরব, সবাইকে বলব।’

আরেক প্রশ্নের জবাবে খসরু বলেন, ‘দেশে ও দেশের বাইরে এদের (সরকার) অধীনে যে নির্বাচন হবে না, এটা পরিষ্কার হয়ে গেছে। সে জন্যই নির্দলীয় নিরপেক্ষ সরকারের কথাটা এসেছে।’

একটি সুত্র থেকে জানা গেছে, বৈঠকে কূটনীতিকদের দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে রাস্তায় ফেলে পেটানোর ভিডিও প্রদর্শন করা হয়। এছাড়াও ২৮ জুলাই বিএনপির মহাসমাবেশে বিপুল জনসমাগমের চিত্র দেখানো হয়। ২৯ জুলাই ঢাকায় অবস্থান কর্মসূচিতে হামলা ও নির্যাতনের কয়েকটি ভিডিও-ও দেখানো হয় তাদেরকে।