বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪

ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি দলে একাধিক চমক


১০ ডিসেম্বর ২০২৩, ১:২২ অপরাহ্ণ 

ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি দলে একাধিক চমক
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। বৃষ্টি বিঘ্নিত তৃতীয় ম্যাচটি ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে পকেটে তুলে নেয় ক্যারিবিয়ানরা। চার উইকেটে জেতে তারা। সৌজন্যে ম্যাথিউ ফর্ডের দুর্দান্ত বোলিং এবং কার্টির মারকুটে ইনিংস। ম্যাচের সেরা হন ফোর্ড। ২৫ বছর পর ঘরের মাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জিতেছে ক্যারিবিয়ানরা।

এবার তাদের টার্গেট টি-টোয়েন্টি সিরিজ। ইংল্যান্ডের বিরুদ্ধে তারা ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে। তবে বিশেষ চমক রেখে ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করল ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট। পাঁচ ম্যাচের সিরিজের জন্য প্রায় দুই বছর পর দলে ফিরেছেন আন্দ্রে রাসেল। ওয়ানডে দলে পারফর্ম করে টি-টোয়েন্টি দলে প্রথম বারের মতো সুযোগ পেয়েছেন ম্যাথু ফোর্ডে।

আজ রবিবার (১০ ডিসেম্বর) ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। দলে রয়েছেন জেসন হোল্ডার, নিকোলাস পুরান, কাইল মায়ার্সরা, তারা প্রত্যেকেই ইংলিশদের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলেননি। চার বছর পর টি-টোয়েন্টি দলে ফিরেছেন শেরফান রাদারফোর্ড। দলকে নেতৃত্ব দেবেন রভম্যান পাওয়েল, তার ডেপুটি শাই হোপ।

ইংলিশদের বিপক্ষে উইন্ডিজের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ১২ ডিসেম্বর থেকে। সিরিজের পরের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে যথাক্রমে ১৪, ১৬, ১৯ ও ২১ ডিসেম্বর।

ওয়েস্ট ইন্ডিজ দল

রভম্যান পাওয়েল, শাই হোপ, রোস্টন চেজ, ম্যাথু ফোর্ডে, শিমরন হেটমায়ার, জেসন হোল্ডার, আকিল হোসেন, আলজারি জোসেফ, ব্রান্ডন কিং, কাইল মায়ার্স, গুদাকেশ মতি, নিকোলাস পুরান, আন্দ্রে রাসেল, শেরফান রাদারফোর্ড ও রোমারিও শেফার্ড।