বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪

মরিয়ম ফুলের অবাক করা কিছু গুনাগুণ !


৯ ডিসেম্বর ২০২৩, ১২:১০ অপরাহ্ণ 

  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

খোলা মরুতে জোর বাতাস বইছে। সে বাতাসে গড়িয়ে চলেছে বাতাবি লেবু আকৃতির এক ধরনের গোলাকার বস্তু। কাঁকর পাথর বালিয়াড়ি ডিঙ্গিয়ে চলছে তো চলছেই যতক্ষণ না খাদে বা জলের কিনারে গিয়ে আটকে পড়ছে। জলে ডুবে সেই গোলক  খুলে যাচ্ছে, খুলে যাচ্ছে বৃষ্টির পানিতেও।