শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫

মোমবাতি কারখানায় ভয়াবহ আগুন, ৬ জনের মৃত্যু


৮ ডিসেম্বর ২০২৩, ৯:৩৮ অপরাহ্ণ 

মোমবাতি কারখানায় ভয়াবহ আগুন, ৬ জনের মৃত্যু
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

ভারতের পুনের একটি মোমবাতি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এতে ছয় জনের মৃত্যু হয়েছে। আরও অন্তত আট জন আহত হয়েছে। স্থানীয় কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। খবর এনডিটিভির। 

আজ শুক্রবার (০৮ ডিসেম্বর) পুনে জেলার পিম্প্রি চিনচৌড় এলাকায় দুপুর পৌনে ৩টার দিকে অগ্নিকাণ্ড ঘটে।

পিম্প্রি চিনচৌড় পৌরসভার কমিশনার শেখর সিং বলেন, ‘আজ শুক্রবার (০৮ ডিসেম্বর) দুপুর পৌনে ৩টার দিকে দমকলবাহিনী তালাওয়াদের মোমবাতি কারখানার আগুনের খবর পান। অগ্নিকাণ্ডে ছয় জনের মৃত্যু হয়েছে আর আহত হয়েছেন অন্তত আট জন বলেও জানান কমিশনার শেখর সিং। তিনি বলেন, আহতদের পুনে ও পিম্প্রি চিনচৌদ পৌরসভার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এই জনপ্রতিনিধি আরও জানান, আগুন পুরোপুরি নেভানো হয়েছে। তবে কোথা থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনো জানা যায়নি। কারখানাটিতে জন্মদিন পালনে যেসব মোমবাতি ব্যবহার করা হয় সেসব মোমবাতি তৈরি করা হতো বলেও জানান তিনি।

সর্বশেষ খবর / আরও পড়ুন