জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হলেন সুলতানা রাজিয়া
রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
১ আগস্ট ২০২৩, ৩:৪৩ অপরাহ্ণ
ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সেক্টরভিত্তিক সমিতিতে ২৩টি পরিচালক পদের মধ্যে সম্মিলিত ব্যাবসায়ী পরিষদ ১৫টি পদে জয় পেয়েছে। এদিকে ব্যাবসায়ী ঐক্য পরিষদ আটটি পদ পেয়েছে।
আজ(মঙ্গলবার) রাত সাড়ে ৩টায় এ ফলাফল ঘোষণা করে শীর্ষ ব্যবসায়ী সংগঠনের নির্বাচন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এ মতিন চৌধুরী।
সম্মিলিত ব্যাবসায়ী পরিষদের বিজয়ী প্রার্থীরা হলোঃ হাফেজ হাজী মোহাম্মদ এনায়েতুল্লাহ, বিএম শোয়েব, মীর নিজাম উদ্দিন আহমেদ, সিরাজুল ইসলাম, মোঃ শহিদুল হক মোল্লা, নিজাম উদ্দিন রাজেশ, মোঃ মুনতাকিম আশরাফ, রকিবুল আলম দীপু, মোহাম্মদ আফতাব জাভেদ, মোঃ হোসাইন ইশাক, মোঃ হোসাইন। , আমির হোসেন নুরানী, সৈয়দ মোঃ বখতিয়ার, তপন কুয়াম মজুমদার, সালমা হোসেন আশ, ও হাজী মোঃ আবুল হাসেম।
ব্যাবসায়ী ঐক্য পরিষদের বিজয়ীদের মধ্যে রয়েছে কাওসার আহমেদ, খন্দকার রুহুল আমিন, মোঃ আমিন হেলালী, মোঃ নিয়াজ আলী চিশতী, আবু মোতালেব, শমী কায়সার, রাশেদুল হোসেন চৌধুরী রনি এবং হাফেজ হারুন। এফবিসিসিআই এর গঠনতন্ত্র অনুযায়ী, চেম্বার এবং অ্যাসোসিয়েশন গ্রুপ থেকে ১৭জন করে মোট ৩৪জন পরিচালক নির্বাচিত হন।
অ্যাসোসিয়েশন গ্রুপের ২৩টি পদের জন্য ৪৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। চেম্বার গ্রুপের ২৩ জন পরিচালক ইতিমধ্যেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সম্মিলিত ব্যাবসায়ী পরিষদ প্যানেল এবং ব্যাবসায়ী ঐক্য পরিষদ প্যানেল উভয়ই এই পদের জন্য ২৩জন প্রার্থীকে প্রার্থী করেছে, পাশাপাশি অন্য তিনজন স্বতন্ত্র প্রতিদ্বন্দ্বী। বুধবার এফবিসিসিআই সভাপতি, সহ-সভাপতি, সিনিয়র সহ-সভাপতি এবং ছয় সহকারী সভাপতি নিয়োগে ভোট দেবেন নবনির্বাচিত পরিচালকরা।
উল্লেখযোগ্যভাবে, বর্তমান এফবিসিসিআই পরিচালনা পর্ষদ ২০২১সালে সমান সংখ্যক প্রতিযোগী এবং পদের কারণে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিল। সালমান এফ রহমান এবং অন্যান্য সাবেক সভাপতিরা আগামী দুই বছরের জন্য এফবিসিসিআই সভাপতি পদে জয়ী হতে চট্টগ্রাম চেম্বার অব কমার্সের সভাপতি মাহবুব আলমকে সমর্থন করছেন। এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি শেখ ফজলে ফাহিম এবং সাবেক সহ-সভাপতি মুনতাকিম আশরাফসহ তরুণ ব্যবসায়ী নেতাদের একটি প্যানেল সম্মিলিত ব্যাবসায়ী পরিষদের সমর্থন পেয়েছে।
নেতা মীর নিজাম উদ্দিন বলেন, "আমাদেরও বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হওয়ার সুযোগ ছিল। কিন্তু মুনতাকিম, রাজেশ এবং আমি সেই পথ হতে সরে এসেছি। আমরা কাউকে নিয়োগ না দিয়ে সাধারণ সদস্যদের দ্বারা নির্বাচিত হতে পছন্দ করি," বলেছেন নেতা মীর নিজাম উদ্দিন। সম্মিলিত ব্যাবসায়ী পরিষদের।