শনিবার, ২ নভেম্বর, ২০২৪

প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনয়নপত্র বৈধ ঘোষণা


৪ ডিসেম্বর ২০২৩, ১:৫১ অপরাহ্ণ 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনয়নপত্র বৈধ ঘোষণা
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে বৈধ ঘোষণা করা হয়েছে। এছাড়া একই আসনে আরও ৪ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার কাজী মাহবুবুল আলম আজ সোমবার (০৪ ডিসেম্বর) সকালে তার নিজ কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই করে এ ঘোষণা দেন।

গোপালগঞ্জ-৩ আসনে অন্য যাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে তারা হলেন: গণফ্রন্টের সৈয়দা লিমা হাসান, বাংলাদেশ সুপ্রিম পার্টির এম নিজাম উদ্দিন লস্কর, এনপিপির শেখ আবুল কালাম এবং জাকের পার্টির মাহাবুর মোল্যা।

আরও পড়ুন 

যাচাই-বাছাইয়ে ৫ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ, বাতিল ৩

এদিকে, হলফনামায় মামলা সম্পর্কিত তথ্য গোপন ও বিদ্যুৎ বিল বকেয়া থাকায় বাংলাদেশ কংগ্রেস মনোনীত মো. সাহিদুল ইসলাম মিটু, আয়কর রিটার্ন ও দলীয় মনোনয়ন না থাকায় জাতীয় পার্টির শিশির চৌধুরী ও সমর্থন যাচাই তালিকা সঠিক না থাকায় স্বতন্ত্র প্রার্থী মো. কামাল হোসেনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে যাচাই-বাছাইয়ে প্রধানমন্ত্রীর পক্ষে তার এপিএস-২ গাজী হাফিজুর রহমান লিকু, জেলা আওয়ামী লীগ সভাপতি মাহবুব আলী খান, সাধারণ সম্পাদক জি এম শাহাব উদ্দিন আজম ও প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকার উন্নয়ন প্রতিনিধি শহীদ উল্লাহ খন্দকার এবং মনোনয়নপত্র দাখিল করা অন্য ৭ প্রার্থী উপস্থিত ছিলেন।