খুকৃবিতে "জুলাই শহীদ স্মৃতি শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট" উদ্বোধন
শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪
৪ ডিসেম্বর ২০২৩, ১:৪৪ অপরাহ্ণ
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৩ (সদর) আসনে মনোনয়ন যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে। এতে পাঁচ প্রার্থীর বৈধ ও তিনজনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।
জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল আহসান তালুকদার আজ সোমবার (০৪ ডিসেম্বর) সকাল ১০টায় তার নিজ কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই করে এ ঘোষণা দেন।
তিনি জানান, সদর আসনে আটজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। এর মধ্যে পাঁচজনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে এবং তিনজনের মনোনয়ন বাতিল করা হয়েছে।
মনোনয়নপত্র বৈধ যাদের: ফরিদপুর-৩ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, স্বতন্ত্র প্রার্থী এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা এ কে আজাদ, জাতীয় পার্টি থেকে জেলা জাতীয় পার্টির সভাপতি এস এম ইয়াহিয়া, বাংলাদেশ কংগ্রেসের এম এ মুঈদ হোসেন আরিফ, বাংলাদেশ সুপ্রিম পার্টির দেলোয়ার হোসেন।
এ সময় ভোটার তথ্যে গরমিল থাকায় জেলা আওয়ামী লীগের সহসভাপতি মোহাম্মদ ফারুক হোসেন, হলফনামায় ও সম্পদ বিবরণীতে স্বাক্ষর না থাকায় বিএনএম প্রার্থী গোলাম রাব্বানী খান মুন এবং হলফনামায় স্বাক্ষর না থাকায় কংগ্রেসের প্রার্থী আব্দুল আওয়াল মিয়ার মনোনয়ন বাতিল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা।