বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪

দেশে শুধু অর্থের রিজার্ভ নয়, শিক্ষার রিজার্ভও ফুরিয়ে গেছে


৩ ডিসেম্বর ২০২৩, ১:২৮ অপরাহ্ণ 

দেশে শুধু অর্থের রিজার্ভ নয়, শিক্ষার রিজার্ভও ফুরিয়ে গেছে

শুধু অর্থের রিজার্ভ নয়, শিক্ষার রিজার্ভও ফুরিয়ে গেছে | ছবি: আজকের প্রসঙ্গ

  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

নতুন শিক্ষাব্যবস্থার যুগে বাঙালি জাতিকে মেধাশুন্য করে ব্যাঙ বানানোর প্রচেষ্টা করা হচ্ছে বলে মন্তব্য করেন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী। তিনি ফেসবুক পোস্টে প্রশ্ন রাখেন, জাতিকে মেধাশুন্য করে ব্যাঙ বানানোর প্রচেষ্টা নাকি?

তিনি আরও লিখেন,‘শিক্ষকদের প্রশিক্ষণের আরো কয়েকটা ভিডিও ক্লিপ ফেসবুকে দেখলাম।

১। ঘর ভরা শিক্ষকগণ অভিনয় করে হাঁসের ডাক (প্যাক প্যাক করে) শিখছেন যা ক'দিন পরে তারা বাচ্চাদের শেখাবেন। এটা কি পিটার হাস জানেন?

২। উপরে ভিডিওতে এক দল শিক্ষককে দেখছি ব্যাঙ এর মত করে লাফানো শিখছেন। এটাও তারা শিক্ষার্থীদের শেখাবেন।।

৩। ক'দিন আগে দেখেছি ছাত্র-শিক্ষক মিলে রান্না-বান্না করে বনভোজন করছে। এসব নাকি জীবনমুখী শিক্ষা।

৪। অন্য আরেক ভিডিও ক্লিপে দেখলাম সাইকেল চালানোর মত করে কিছু একটা শেখানো হচ্ছে। সুরে সুরে। গানে গানে।

এই চতুর্থ শিল্প বিপ্লবের সময় আপনারা আছেন প্রস্তর আর আদিম যুগের জীবন ব্যবস্থা নিয়ে। বাহ!!এটাই তো এগিয়ে যাওয়া।  এটাই তো সুযোগ ঘরে ঘরে ইঞ্জিনিয়ার এর বদলে টিকটকার বানানোর।

পৃথিবীর অন্য সব দেশ যখন মঙ্গল আর চাঁদে যাচ্ছেন। আমরা তখন জঙ্গলে যেয়ে বনভোজন করছি। নিজের বেডরুমের ভিডিও করে ফেসবুক রীল বানিয়ে ডলার কামাচ্ছি। শুধু বাসর রাতের ভিডিওটাই দেখার বাকি আছে।

আরে সরকার বাহাদুর! পারলে টেলিস্কোপ বানানোর শিক্ষা দেন। অবশ্য এও জানলাম কাগজ দিয়ে প্লেন ও রকেট বানানো নাকি শেখানো হচ্ছে। ভাল কথা- এত ইঞ্জিনিয়ার, ডাক্তার, রাঁধুনী না বানিয়ে সবার আগে নিজেদের মানুষ তৈরির শিক্ষাটা দেন। 
অন্যসব দেশের মত ডামী ছায়াপথ তৈরি করানো শেখান।

ল্যাপটপের লেটেস্ট ভার্সন কি আসছে সেটা শেখান। গণতন্ত্রের সবচেয়ে উত্তম ভার্সনটা চীনে/কোরিয়াতে নাকি ইংল্যান্ড-আমেরিকাতে সেটার মডেলটাও দেখান এবং শেখান। তাও যদি না পারেন অন্তত প্রতিবেশী ভারতেরটা শেখান। ভারত কদিন আগে চন্দ্র জয় করেছে সেটার মডেলওটা শেখাতে পারেন।

ভাত রান্না, হাঁসের ডাক, সাইকেল চালানো না শিখিয়ে একটা ফেসবুকের অলটারনেটিভ কোন প্লাটফর্ম তৈরি করা যায় কিনা-সেটার গবেষণা করেন৷ শিশুদের শেখান যে গবেষণা মানে আরেকজনের পেপারস চুরি করা নয় এমন কি কাগজ কিংবা সোনা দিয়ে নৌকা আর লাঙ্গল বানিয়ে উপহার দেয়াও নয়৷ বরং নৈতিক শিক্ষার বিষয়েও কিছু জ্ঞান দেন। সেটা কর্মক্ষেত্রে ব্যাপক কাজে লাগবে। এটা হলে অন্তত দেশ থেকে অর্থ পাচার কম হবে। চুরিও কমবে। ধর্ম শিক্ষায় নাকি হজ্জ যাকাতের নাটক ঢুকিয়েছেন। ভাল কথা কিন্তু নবী-রাসূলদের জীবন বাদ দিয়েছেন কিসের স্বার্থে।

আর হ্যাঁ এটাও মনে রাখুন যে শতাব্দীর পর শতাব্দী ধরে অন্যের জন্য কাপড় সেলাই করে বিলিয়ন ডলার আয় করাকেও শুধু শিল্প বলে না নিশ্চয়ই।