শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪১


৩ ডিসেম্বর ২০২৩, ১০:২৯ পূর্বাহ্ণ 

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪১

মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৪১ জনকে গ্রেফতার করেছে ডিএমপি | ছবি: আজকের প্রসঙ্গ

  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৪১ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। আজ রবিবার (০৩ ডিসেম্বর) সকালে ডিএমপির পক্ষ থেকে গ্রেপ্তারের তথ্য জানানো হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গতকাল শনিবার (০২ ডিসেম্বর) ভোর ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকসহ ৪১ জনকে গ্রেপ্তার করা হয়।

ডিএমপি সূত্রে জানা যায়, গ্রেফতারের পাশাপাশি ৫ হাজার ৭৬৬ পিস ইয়াবা, ৩০ কেজি ৫০০ গ্রাম গাঁজা, ১৬ গ্রাম হেরোইন ও ২২০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে।

গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৩টি মামলা করা হয়েছে।