শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪

বিমানের সিটের নিচে মিলল সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণ


৩০ নভেম্বর ২০২৩, ১:৪৩ অপরাহ্ণ 

বিমানের সিটের নিচে মিলল সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণ
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের শারজাহ থেকে আসা উড়োজাহাজে যাত্রীর সিটের নিচ থেকে ৩৮টি স্বর্ণের বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। উদ্ধার করা ওই স্বর্ণগুলো বিমানের সিটের নিচে পরিত্যক্ত অবস্থায় কালো স্কচটেপে দুইটি প্যাকেটে মোড়ানো ছিল। যার আনুমানিক মূল্য প্রায় ৩ কোটি ৫৪ লাখ টাকা।

গতকাল বুধবার (২৯ নভেম্বর) রাতে বিমানবন্দরে এয়ার এরাবিয়া এয়ারলাইন্সের জি- ৯৫২০ ফ্লাইট থেকে ওই স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় স্বর্ণ চোরাচালানে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।

এ বিষয়ে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের সহকারী পরিচালক মো. আবদুল মতিন তালুকদার বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার দিবাগত সন্ধ্যা ৭টা ৪৪ মিনিটে আরব আমিরাতের শারজাহ বিমানবন্দর থেকে এয়ার এরাবিয়ার একটি ফ্লাইট চট্টগ্রামের শাহ আমানতে পৌঁছে। পরে বিমানটি তল্লাশির সময় কাস্টমসের গোয়েন্দারা এফ-৯ আসনোর নিচে কালো স্কচটেপ মোড়ানো দুটি প্যাকেট পাওয়া যায়।

প্যাকেটগুলোর ভেতর ৩৮টি স্বর্ণের বার পাওয়া যায়; যার ওজন চার কেজি ৪২০ গ্রাম। এর আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ কোটি ৫৪ লাখ টাকা।

বারগুলোর মালিকানা কেউ দাবি না করায় সেগুলো পরিত্যক্ত হিসেবে জব্দ করা হয়েছে। জব্দ করা স্বর্ণের বারগুলোর বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা নিতে সেগুলো চট্টগ্রামে কাস্টমস হাউসে পাঠানো হয়েছে বলেও নিশ্চিত করেছেন কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের এই কর্মকর্তা।