
বগুড়ায় ফ্রিল্যান্সারকে অপহরনের দায়ে সাব-ইন্সেপেক্টরসহ পুলিশ আটক
২৮ নভেম্বর ২০২৩, ৯:২০ অপরাহ্ণ
বরগুনা সদর উপজেলার খাকবুনিয়া গ্রামে একটি পোষা কুকুরকে হত্যার অভিযোগে আদালতে মামলা করেছেন কুকুরের মালিক আনিসুর রহমান। আজ (২৮ নভেম্বর) মঙ্গলবার সকালে বরগুনা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তিনজনকে আসামি করে মামলাটি করেন তিনি। বিচারক মাহবুব আলম মামলাটি আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে সমন জারি করেছেন।
আসামিরা হলেন মো. মাওলা পঞ্চায়েত (৪৮) ও মো. আবু পঞ্চায়েত (৫৫), মো. রাকিব পঞ্চায়েত (৩০)। তাঁদের সকলের বাড়ি সদর উপজেলার খাকবুনিয়া গ্রামে।
বাদীর আইনজীবী মো. নেপোলিয়ন বলেন, আসামিরা গত রোববার ফাঁদ পেতে বাদী আনিসুরের একটি পোষা কুকুরকে পিটিয়ে ও লোহার টেঁটা দিয়ে আঘাত করে হত্যা করেন। বাধা দেওয়ার চেষ্টা করলে আসামিরা টেঁটা দেখিয়ে বাদীকে খুন-জখমের ভয়ভীতি প্রদর্শন করে তাড়িয়ে দেন। কুকুরটির পাঁচটি দুধের ছানা রয়েছে। এ ঘটনায় আজ বরগুনা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাণিকল্যাণ আইন ২০১৯ এবং বন্য প্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন ২০১২-এর ধারায় মামলা নিয়েছেন।
মামলা সূত্রে জানা গেছে, আসামিরা ঘটনাস্থলে জাল, দড়ি দিয়ে ফাঁদ তৈরি করে রাখেন। আনিসুর রহমানের পোষা কুকুরটি ফাঁদে আটকালে পরে লোহার টেঁটা দিয়ে হত্যার প্রস্তুতি নেন আসামিরা। এ সময় বাদীসহ সাক্ষীরা কুকুরটিকে হত্যা না করার জন্য অনুনয় করেন। কুকুরটির পাঁচটি দুগ্ধপোষ্য ছানা রয়েছে জানান। কিন্তু আসামিরা তাঁর কথার তোয়াক্কা না করে লোহার টেঁটা দিয়ে কুকুরটির সমস্ত শরীরে খুঁচিয়ে খুঁচিয়ে আঘাত করে ছিন্নভিন্ন করতে থাকেন। ২ ও ৩ নম্বর আসামি এলোপাতাড়ি পেটাতে থাকেন।
অন্যদিকে এই ঘটনার দুই দিন আগে একই গ্রামের মো. খবিরদ্দিন হাওলাদারের একটি পোষা কুকুর এবং খলিল হাওলাদারের একটি গর্ভবতী কুকুরকে একইভাবে পিটিয়ে হত্যা করেন আসামিরা। তাঁরা চলতি বছর শতাধিক কুকুরকে ফাঁদ পেতে হত্যা করেছে।