রবিবার, ৬ অক্টোবর, ২০২৪

রাখি সাওয়ান্তের সঙ্গে সিনেমা করবেন হিরো আলম


২৮ নভেম্বর ২০২৩, ২:৩৯ অপরাহ্ণ 

রাখি সাওয়ান্তের সঙ্গে সিনেমা করবেন হিরো আলম

রাখি সাওয়ান্ত ও হিরো আলম | ছবি: অনলাইন

  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

ঢাকাই সিনেমার আলোচিত অভিনেতা হিরো আলম। তাকে দেখা যায় গায়করুপে, আবার কখনও নায়ক, আবার রসাত্মক কোন ভিডিও নিয়ে দর্শকের সামনে হাজির হন। এবার নেটিজেনদের অবাক করে তিনি বলিউডের সিনেমায় নাম লেখালেন।

হিরো আলম বলিউডের আরেক আলোচিত নায়িকা রাখি সাওয়ান্তের সঙ্গে জুটি বাধছেন। সিনেমার নাম ঠিক করা হয়েছে ‘গ্যাংস্টার’।

একটি সংবাদ মাধ্যমের খবরে জানা গেছে, এই সিনেমাটিতে অর্থ বিনিয়োগ করবেন বহুল বিতর্কিত আরাভ খান। যাকে নিয়ে এর আগে বহু বিতর্ক হয়েছে মিডিয়ায়।

আজ মঙ্গলবার (২৮ নভেম্বর) সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন হিরো আলম। বর্তমানে হিরো আলম  সংযুক্ত আরব আমিরাতে রয়েছেন। সেখানে আরাভ খানের একটি মোবাইল ফোনের শোরুম উদ্বোধন করেছেন। এরপরই হিরো আলমকে দেখা গেল রাখি সাওয়ান্তের সঙ্গে। আরব আমিরাতের দুবাই থেকে দেশ রূপান্তরকে হিরো আলম বললেন, আমি বলিউডে কাজ করতে যাচ্ছি। আমার সঙ্গে রাখি সাওয়ান্ত কাজ করবেন। ছবিটা প্রযোজনা করবেন আরাভ খান।

বিদেশের মাটিতে সিনেমাটির শুটিং হবে। বিশেষ করে দুবাই শুটিং হওয়ার কথা  রয়েছে। এটি বাংলাদেশেসহ আরও বেশ কয়েকটি দেশে মুক্তি দেয়া হবে বলেই জানা গেছে।

হিরো আলমের পাঠানো একটি ভিডিওতে রাখি সাওয়ান্ত ও হিরো আলমকে একসঙ্গে দেখা যায়। যেখানে রাখি চিৎকার করে রাখি বলেন, দেখো সালমান ভাই, বলিউডে নতুন নায়ক নিয়ে আসছি। ওই ভিডিওতে আরাভ খান বলেন, আলমকে নিয়ে আমি বলিউডে সিনেমা বানাবো। যতটাকা লাগে আমি দেব। ভারত, দুবাই ও বিশ্বের বিভিন্ন দেশে এর শুটিং হবে।