ফরিদপুর জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে লিফলেট বিতরণ ও জনসংযোগ অনুষ্ঠিত
মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫
২৭ নভেম্বর ২০২৩, ১:৫০ অপরাহ্ণ
বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার নতুন নিয়ম | ছবি: আজকের প্রসঙ্গ
গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন |
২০২৪ সালে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় নতুন চমক আসছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) ভর্তি পরীক্ষার একটি নতুন নীতিমালা ঘোষণা করেছে। এই নীতিমালা অনুসারে, “২০২৪ সালে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় সকল বিশ্ববিদ্যালয় গুচ্ছ পদ্ধতিতে পরীক্ষায় অংশগ্রহণ করবে।”
আপনি যদি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থী হয়ে থাকেন তাহলে এই পোস্টটি আপনার জন্যই। আপনার শিক্ষাজীবনকে এগিয়ে নিতে নিয়মিত শিক্ষা/ ভর্তি বিজ্ঞপ্তি দেখতে পারেন এতে আপনার লক্ষ্য অর্জনের সহায়তা করতে পারে।
সম্প্রতি বিশ্ববিদ্যালয় ভর্তি পরিক্ষা ২০২৪ আবেদন আংশিক তথ্য প্রকাশ করেছে। এই পোস্ট থেকে আপনি জানতে পারবেন ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার নিয়ম, ২০২৪ সালে একক ভর্তি পরীক্ষা হবে কিনা ২০২৪ সালে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ এবং ২০২৪ সালে বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির ক্ষেত্রে সাবধানতা সম্পর্কে।
২০২৪ সালে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় নতুন নিয়ম করা হবে বলে ধারণা করা হচ্ছে। কেননা, শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনি বলেছেন, ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষ থেকে দেশের সব বিশ্ববিদ্যালয়ে একক ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষা গ্রহণের জন্য ন্যাশনাল টেস্টিং অথরিটি গঠন করা হবে।
কিন্তু এ বিষয়ে এখন ও কোনো সুস্পষ্ট বক্তব্য দেয়নি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা ইউজিসি। আবার যেহেতু এবছর জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। তাই এই নতুন নিয়ম কার্যকর করার সম্ভাবনা খুবই কম। কিন্তু যেহেতু কোন সুস্পষ্ট দিকনির্দেশনা আসেনি। তাই সকল বিশ্ববিদ্যালয় নিয়ে একক বা গুচ্ছ ভর্তি পরীক্ষা হবে না এ কথাও নিশ্চিতভাবে বলা যাবে না।
২০২৪ সালে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় নতুন নিয়মের বেশ কিছু সুবিধা রয়েছে। পূর্বে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আবেদনের জন্য ভিন্ন ভিন্ন আবেদন করতে হতো। এ প্রক্রিয়ায় প্রচুর টাকা এবং সময় অপচয় হয়। এক্ষেত্রে গুচ্ছ পদ্ধতিতে সকল বিশ্ববিদ্যালয় পরীক্ষা নিলে শিক্ষার্থীদের ভোগান্তি কম হবে। তাদের সময় এবং অর্থ সঞ্চয় হবে।
এজন্য এ পদ্ধতিটি বেশ উপকারী হবে বলে মনে করেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন। তাছাড়া সকল বিশ্ববিদ্যালয় গুচ্ছ পদ্ধতিতে পরীক্ষা নিলে একত্রে উচ্চশিক্ষার কার্যক্রম শুরু করতে সহজ হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে প্রতিবছরের মতো কাল ক্ষেপণের সুযোগ থাকবে না।
এ ভর্তি পরীক্ষায় নতুন নিয়মের কিছু অসুবিধা রয়েছে। কিছু বিশ্ববিদ্যালয় যেমন ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম এগুলো নিজেরাই নিজেদের বিশ্ববিদ্যালয়ের জন্য প্রশ্নপত্র তৈরি করে। তাই এ সকল বিশ্ববিদ্যালয়ের প্রশ্নের ধরন ভিন্ন হয়ে থাকে।
এক্ষেত্রে গুচ্ছ পদ্ধতিতে অংশগ্রহণ করলে এ সকল বিশ্ববিদ্যালয়ের স্বকীয়তা বজায় রাখা কিছুটা কঠিন হবে। কিন্তু এ সম্পর্কে শিক্ষা মন্ত্রী দীপু মণি বলেন, একক ভর্তি পরীক্ষা নেওয়া হলে বিশ্ববিদ্যালয়ের স্বকীয়তা স্বতন্ত্র স্বায়ত্তশাসন ক্ষতিগ্রস্ত হবে না। তিনি আরও বলেন শিক্ষার্থী ও অভিভাবকদের স্বার্থে একক ভর্তি পরীক্ষা নেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে।
২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার নিয়ম ২০২৩ সালের ভর্তি পরীক্ষার মতই থাকবে। কেননা, এখনও সকল বিশ্ববিদ্যালয় গুচ্ছে অংশগ্রহণ করবে এ ধরনের কোন সিদ্ধান্ত হয়নি। আর এ বছরে এই নতুন নিয়ম কার্যকর করা সম্ভব নয় সময় স্বল্পতার কারণে। সাধারণত গুচ্ছ পদ্ধতিতে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার মানবন্টন ভিন্ন হয়। ঢাকা,চট্টগ্রাম এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার মানবন্টন ও স্বতন্ত্র হয়ে থাকে।
২০২৪ সালে সকল বিশ্ববিদ্যালয়ে একক ভর্তি পরীক্ষা হবে কিনা এ বিষয়ে দুশ্চিন্তায় আছেন? শিক্ষার্থী বন্ধুরা দুশ্চিন্তা বাদ দিয়ে এখনই পড়া শুরু করুন। কারণ এবছরে সকল বিশ্ববিদ্যালয়ে একক ভর্তি পরীক্ষা হওয়ার কোন সম্ভাবনা নেই।
২০২৪ সালে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় নতুন নিয়ম করা হবে বলে ধারণা করা হচ্ছে। কেননা, শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনি বলেছেন, ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষ থেকে দেশের সব বিশ্ববিদ্যালয়ে একক ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
২০২৪ সালে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ এখনো বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন বা ইউজিসি এর পক্ষ থেকে প্রকাশিত হয়নি। কিন্তু এর সম্ভাব্য তারিখ অনুমান করা যায়। আপনারা অবশ্যই জানেন যে, নভেম্বরে বাংলাদেশ সরকারের মেয়াদ শেষ হতে যাচ্ছে।
নভেম্বর থেকে জানুয়ারি মাসের মধ্যে যেহেতু জাতীয় নির্বাচন অনুষ্ঠানের কার্যক্রম পরিচালিত হবে এজন্য এ সময়ে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা হওয়ার সম্ভাবনা নেই। কিন্তু জানুয়ারি মাসের শেষ দিকে যদি পরিস্থিতি স্বাভাবিক থাকে তাহলে মেডিকেল এবং BUP বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা হওয়ার একটা সম্ভাবনা আছে। কিন্তু সার্বিক পরিস্থিতি বিবেচনা করে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ২০২৪ সালের ফেব্রুয়ারি বা মার্চ মাসে হওয়ার সম্ভবনা অনেক বেশি।
২০২৪ সালে অনুষ্ঠিত হবে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা। যেহেতু এই পরীক্ষা শিক্ষার্থীদের জন্য অনেকটাই ভবিষ্যৎ নির্ধারক এর মত কাজ করে এজন্য ২০২৪ সালে বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির ক্ষেত্রে কিছু সতর্কতা অবলম্বন করা উচিত।
অবশ্যই পরীক্ষার বিষয় গুলোর বেসিক বা ভিত্তি মজবুত রাখতে হবে, মানবিক বিভাগে পরীক্ষা দিলে অবশ্যই ইংরেজি টাকে বেশি প্রাধান্য দিয়ে পড়বে। পছন্দের বিশ্ববিদ্যালয়ের বিগত বছরের প্রশ্ন ব্যাংকগুলো একবার পড়ে নিলে তুমি এক ধাপ এগিয়ে থাকতে পারবে। তোমাদের মধ্যে হয়তো অনেকেই খুব ভালোভাবে যেকোন প্রশ্নের বিস্তারিত উত্তর দিতে পারো। কিন্তু বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় যেহেতু বহুনির্বাচন অংশে বেশ ভালো নাম্বার থাকে এজন্য বহুনির্বাচনী অংশে ভালো করতে হলে কম সময়ে সঠিক উত্তর বাছাই পদ্ধতি তোমার আয়ত্তে থাকতে হবে।
শিক্ষার্থী বন্ধুরা, এই পোস্ট থেকে তোমরা নিশ্চয়ই এতক্ষণে জেনে গিয়েছ, ২০২৪ সালে বিশ্ববিদ্যালয়ে একক ভর্তি পরীক্ষা হবে কিনা, ২০২৪ সালে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ এবং ২০২৪ সালে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে সাবধানতা।