জাজিরা থানার ওসি আল আমিনের রহস্যজনক মৃত্যু: মরদেহ ঝুলছিল শয়নকক্ষের জানালার সঙ্গে
সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫
২৭ নভেম্বর ২০২৩, ১:১৬ অপরাহ্ণ
ভারতীয় দক্ষিণী সিনেমার অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। তিনি ভালোবেসে বিয়ে করেছিলেন অভিনেতা নাগা চৈতন্যকে। কিন্তু ২০২১ সালে তাদের এ জুটির সংসার বিচ্ছেদ হয়। সব জল্পনার অবসান ঘটিয়ে একই বছরের ২ অক্টোবর যৌথ এক বিবৃতিতে বিচ্ছেদের ঘোষণা দেন এই তারকা যুগল। তারপর দুজনার দু’টি পথ দুদিকে বেঁকে গেছে।
এরপর সামান্থা মানসিকভাবে ভেঙে পড়েন। এখন চিকিৎসক বলছেন একটি রোগের কারণে শিগগির তাকে সন্তান নিতে হবে তা না হলে সন্তান হওয়ার ক্ষমতা হারাবেন এই নায়িকা।
সম্প্রতি মায়োসাইটিস নামের এক জটিল রোগে আক্রান্ত হয়েছেন এই নায়িকা। বেশ অসুস্থ তিনি। তবে খবর প্রকাশ হয়েছে বিয়ে না করেই মা হওয়ার পরিকল্পনা করছেন তিনি।
একটি সংবাদ মাধ্যম থেকে জানা যায়, ৩৬ বছর বয়সের এই অভিনেত্রীর দ্রুত বিয়ে করা প্রয়োজন বলছেন চিকিৎসক। কারণ সময় যত যাবে, সামান্থার মা হতে আরো জটিলতা বৃদ্ধি পাবে।
এসব কারণে সামান্থার বাবা-মা তাকে বিয়ের জন্য চাপ দিচ্ছেন। কিন্তু সামান্থার বিয়ে করার কোনো পরিকল্পনা নেই। বাকি জীবনটা একাই কাটাতে চান। আর এসময়টা অভিনয় এবং সামাজিক কল্যাণমূলক কাজ করে কাটানোর পরিকল্পনা করেছেন। তবে মা হওয়ার ইচ্ছাপূরণ করবেন সন্তান দত্তক নিয়ে। তিনি দুটো সন্তান দত্তক নিতে চান।
তেলেগু ভাষার ‘ইয়ে মায়া চেসাভ’ নামের সিনেমার সেটে প্রথম পরিচয় নাগা-সামান্থার। তারপরই প্রেমের সম্পর্কে জড়ান তারা। এরপর লুকিয়ে দীর্ঘদিন প্রেম করেন এই জুটি। তাদের প্রেমের সম্পর্ক নিয়ে জল্পনা-কল্পনাও কম হয়নি। সব কিছুর অবসান ঘটিয়ে ২০১৭ সালের ৬ অক্টোবর ভারতের পর্যটন নগরী গোয়ার একটি রিসোর্টে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন আলোচিত নাগা ও সামান্থা।