রবিবার, ৩ নভেম্বর, ২০২৪

আওয়ামী লীগের মনোনয়ন পেলেন ২৪ নারী


২৭ নভেম্বর ২০২৩, ১১:১৩ পূর্বাহ্ণ 

আওয়ামী লীগের মনোনয়ন পেলেন ২৪ নারী

আওয়ামী লীগের মনোনয়ন পেলেন ২৪ নারী | ছবি: আজকের প্রসঙ্গ

  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০টি আসনের মধ্যে ২৯৮টি আসনে চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করেছে আওয়ামী লীগ। এর মধ্যে রয়েছেন ২৪ জন নারী। গতকাল রবিবার (২৬ নভেম্বর) বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের জানান দুটি আসনের প্রার্থীর নাম আজ প্রকাশিত হবে না। একটি হলো নারায়ণগঞ্জ-৫ আসন এবং আরেকটি কুষ্টিয়া-২ আসন।

এর আগে, সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় বেশির ভাগ আসনের প্রার্থীর নাম চূড়ান্ত হলেও কৌশলগত কারণে সে তালিকা প্রকাশ করা হচ্ছিল না। চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশের আগে সকাল ১০টার পর গণভবনে মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় সভা করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভায় তিনি বলেন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় কেউ পাস করে আসতে পারবেন না। প্রত্যেক প্রার্থীকেই একজন করে দলীয় ডামি প্রার্থী রাখতে হবে।

মনোনয়ন ঘোষণা হবে জেনে এদিন সকাল থেকেই আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীদের ভিড় লক্ষ্য করা যায়। কার্যালয়ের বাইরেও বহু নেতাকর্মী নিজেদের পছন্দের প্রার্থীর মনোনয়ন পাওয়ার অপেক্ষায় রয়েছেন। সেখানে নেতাকর্মীরা মনোনয়নপ্রত্যাশীদের পক্ষে নানান স্লোগান দিচ্ছেন।

আরও পড়ুন

পেশাজীবীদের যারা পেলেন আওয়ামী লীগের মনোনয়ন

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া ২৪ নারী হলেন,

গোপালগঞ্জ-৩ শেখ হাসিনা
রংপুর-৬ শিরীন শারমিন চৌধুরী 
শেরপুর-২ মতিয়া চৌধুরী 
চাঁদপুর-৩ ডা. দীপু মনি 
গাইবান্ধা-১ আফরুজা বারী 
গাইবান্ধা-২ মাহব্বু আরা বেগম গিনি 
গাইবান্ধা-৩ উম্মে কুলসুম স্মৃতি 
বগুড়া-১ সাহাদারা মান্নান 
সিরাজগঞ্জ-২ মোছা. জান্নাত আরা হেনরী 
বাগেরহাট-৩ হাবিবুন নাহার 
বরগুনা-২ সুলতানা নাদিরা 
বরিশাল-৪ শাম্মী আহমেদ 
ময়মনসিংহ-৩ নিলুফার আনজুম

আরও পড়ুন

৩০০ আসনে আওয়ামী লীগের প্রার্থী ঘোষণা

কিশোরগঞ্জ-১ সৈয়দা জাকিয়া নূর 
মানিকগঞ্জ-২ মমতাজ বেগম 
মুন্সীগঞ্জ-২ সাগুফতা ইয়াসমিন 
ঢাকা-৪ সানজিদা খানম 
গাজীপুর-৩ রুমানা আলী 
গাজীপুর-৪ সিমিন হোসেন (রিমি) 
গাজীপুর-৫ মেহের আফরোজ 
কুমিল্লা-২ সেলিমা আহমাদ 
লক্ষ্মীপুর-৪ ফরিদুন্নাহার লাইলী 
চট্টগ্রাম-২ খাদিজাতুল আনোয়ার 
কক্সবাজার-৪ শাহীন আক্তার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক পেতে ৩০০ আসনের বিপরীতে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম কিনেছেন মোট তিন হাজার ৩৬৯ জন। প্রতি আসনে গড়ে ১১ জন এ ফরম কিনেছেন।

ঘোষিত তফসিল অনুযায়ী, নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৩০ নভেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বর, মনোনয়ন আপিল ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর, নির্বাচনী প্রচার-প্রচারণা ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত এবং ভোটগ্রহণ ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে।