রবিবার, ৬ অক্টোবর, ২০২৪

ক্ষেতলালে স্কুল ছাত্রীর আত্মহত্যা


৩১ জুলাই ২০২৩, ৪:৩৫ অপরাহ্ণ 

ক্ষেতলালে  স্কুল ছাত্রীর আত্মহত্যা
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

জয়পুরহাটের ক্ষেতলালে নিজ ঘরে সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেচিয়ে মরিয়ম আক্তার জলি (১৫) নামের এক স্কুল ছাত্রী আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার সন্ধ্যায় ক্ষেতলাল পৌর এলাকার কোড়লগাড়ী গ্রামে এমন ঘটনা ঘটে। নিহত মরিয়ম আক্তার ওই গ্রামের মোফাজ্জল হোসেনের মেয়ে। 

জানা গেছে, নিহত মরিয়ম আক্তার ক্ষেতলাল পাইলট গালর্স স্কুল এন্ড কলেজ  থেকে এবার (২০২৩ সালে) এসএসসি পরীক্ষায় ৫.০০ পেয়ে উর্ত্তীন হয়েছিল। তার এক সহপাঠি জানান,‘শুক্রবার পরীক্ষার ফল প্রকাশের পর মরিয়ম শনিবার সকালে পাড়ায় মিষ্টি বিতরণ করে। সন্ধ্যায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে‘।

তিনি আরো জানায়,‘বিকেলে তার ছোট বোন মরিয়মের ঘরের দরজা বন্ধ দেখে মরিয়মকে ডাকা ডাকি করে দরজা না খুললে সে জানালায় গিয়ে দেখে মরিয়ম ফ্যানের সাথে ঝুলে আছে। এমন অবস্থা দেখে চিৎকার দিলে বাবা ও প্রতিবেশিরা ছুটে এসে ঘরের দরজা ভেঙ্গে ভিতরে ঢুকে তাকে উদ্ধার করে থানায় খবর দেয়।‘ পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। 

ওই এলাকার কমিশনার জিল্লুর রহমান জানান, ‘একটি ছেলের সাথে মরিয়মের প্রেমের সম্পর্ক ছিল। পরিবারের লোকজন মেয়েকে অন্য ছেলের সাথে বিয়ের আলাপ চলছিল। এ বিয়ে নিয়ে পরিবারের সাথে বিরোধ সৃষ্ঠি হয় মরিয়মের। মুলত এই বিয়ের জের ধরে সে আত্মহত্যা করেছে বলেও জানান তিনি।

ক্ষেতলাল থানা অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ রির্পোট লেখা পর্যন্ত থানায় কোন অভিযোগ হয়নি।