রবিবার, ৬ অক্টোবর, ২০২৪

রাজধানীতে যান চলাচল বেড়েছে, চলছে দূরপাল্লার বাস


২৬ নভেম্বর ২০২৩, ৩:৫০ অপরাহ্ণ 

রাজধানীতে যান চলাচল বেড়েছে, চলছে দূরপাল্লার বাস
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

বিএনপির ডাকা সপ্তম দফায় দেশজুড়ে টানা ৪৮ ঘণ্টার অবরোধ চলছে। আজ রবিবার (২৬ নভেম্বর) অবরোধের প্রথম দিন ঢাকায় গণপরিবহন ও ব্যক্তিগত গাড়ি চলাচল বেড়েছে। অন্যদিকে হরতাল–অবরোধের তুলনায় বেড়েছে দূরপাল্লার বাস চলাচলও।

ঢাকার গাবতলী ও মহাখালী বাস টার্মিনাল ঘুরে যান চলাচলের এই চিত্র দেখা গেছে।

রাজধানীর বিভিন্ন সড়কে চলাচলকারী গণপরিবহনের একাধিক চালকের সঙ্গে কথা বলে জানা গেছে, আগের হরতাল–অবরোধের দিনগুলোর তুলনায় আজ যাত্রী বেশি পাওয়া যাচ্ছে। রাস্তায় মানুষের উপস্থিতি ও চলাচল বেড়েছে আগের হরতাল–অবরোধের তুলনায় কিছুটা বেশি।

দেশের সবচেয়ে বড় বাস টার্মিনাল গাবতলী সেখানে বাসে যাত্রী তোলার সময় কথা হয় রাজধানী পরিবহনের বাসচালকের সঙ্গে। তিনি গাড়ির ভেতরে যাত্রী দেখিয়ে বলেন, অল্প কয়েকটা সিট খালি রয়েছে। রাস্তায় লোকজনের উপস্থিতি বেড়েছে, তাই যাত্রীও বেশি পাওয়া যাচ্ছে।

দূরপাল্লার বাসে যাত্রীর চাপ বেড়েছে। এদিকে মহাখালী বাস টার্মিনাল থেকে টাঙ্গাইল, ময়মনসিংহ, নেত্রকোনাসহ বিভিন্ন রুটের বাস চলাচল করছে।

কল্যাণপুরে শ্যামলী এনআর পরিবহনের টিকিট বিক্রির কাউন্টার থেকে জানানো হয়, ভোর থেকে বেলা ১১টা পর্যন্ত তারা একটি গাড়ি ছাড়তে পেরেছে। যাত্রীর অভাবে নির্ধারিত সময়ে বাকি বাসগুলো ছাড়া সম্ভব হয়নি।