উচ্চশিক্ষায় আগ্রহী কুবি শিক্ষার্থীদের বিশেষ সুবিধা দিচ্ছেন মেরী
বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪
২৪ নভেম্বর ২০২৩, ৬:৪০ অপরাহ্ণ
পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনে চাকরি | ছবি: প্রতীকী
গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন |
পিকেএসএফ এ জনবল নিয়োগে আবেদন শেষ হচ্ছে আগামীকাল (২৫ নভেম্বর) শনিবার।
পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন সংস্থাটি ' পাথওয়েস টু প্রসপারিটি ফর এক্সট্রিমলি পুওর পিপল-ইউরোপিয়ান ইউনিয়ন ' প্রকল্পে জনবল নিয়োগ দেবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
১. পদের নাম: সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার (রিসার্চ অ্যান্ড রেজাল্টস বেজড মনিটরিং)
পদসংখ্যা: ০১
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি/পরিসংখ্যান/ডেভেলপমেন্ট ইকোনমিকসে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনের অন্তত দুটি পরীক্ষায় দ্বিতীয় শ্রেণি/বিভাগ বা সমমানের সিজিপিএ থাকতে হবে। উন্নয়ন সেক্টরে পিএইচডি ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। স্ট্যাটিস্টিক্যাল ডিজাইন অব এক্সপেরিমেন্ট, ডেটা কালেকশনের টুলস, ডেটা অ্যানালাইসিস, রিপোর্ট রাইটিংয়ে অভিজ্ঞ হতে হবে। উন্নয়ন সেক্টরে অন্তত ৮ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে রিসার্চ, কোয়ানটিটেটিভ ও কোয়ালিটেটিভ ইমপ্যাক্ট অ্যানালাইসিস ও এমঅ্যান্ডইতে ম্যানেজারিয়াল পদে ৩ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। অন্তত একটি গবেষণাসংক্রান্ত প্রকাশনা থাকতে হবে। এমএস এক্সেল, গ্রাফিকস সফটওয়্যার, এসপিএসএস/এসটিএটিএর কাজ জানতে হবে। ইংরেজি ও বাংলা ভাষায় যোগাযোগে সাবলীল হতে হবে। উপস্থাপনায় দক্ষ হতে হবে। ডিজিটাল ডেটা ম্যানেজমেন্টে অভিজ্ঞ হতে হবে। ফিল্ড ভিজিটের মানসিকতা থাকতে হবে।
বয়স: সর্বোচ্চ ৫০ বছর
চাকরির ধরন: প্রাথমিকভাবে এক বছরের চুক্তিভিত্তিক তবে (নবায়ণযোগ্য)
কর্মস্থল: ঢাকা
বেতন: মাসিক বেতন ১,৬৫,০০০ টাকা (আলোচনা সাপেক্ষে)। এ ছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা আছে।
২. পদের নাম: অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম কো-অর্ডিনেটর (লাইভলিহুড-অ্যাগ্রিকালচার)
পদসংখ্যা: ১
যোগ্যতা: স্বীকৃত কৃষি বিশ্ববিদ্যালয় থেকে অ্যাগ্রিকালচারে স্নাতক ডিগ্রি থাকতে হবে। অ্যাগ্রোনমি বা হর্টিকালচারে স্নাতকোত্তর ডিগ্রি থাকলে ভালো। শিক্ষাজীবনের তিনটি পরীক্ষায় প্রথম শ্রেণি/বিভাগ বা সমমানের সিজিপিএ থাকতে হবে। কোনো পর্যায়েই তৃতীয় শ্রেণি/বিভাগ বা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য নয়। জাতীয়/আন্তর্জাতিক উন্নয়ন সংস্থায় লিইভলিহুড–সংক্রান্ত প্রকল্পে অন্তত দুই বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এমএস অফিস, গুগল ড্রাইভ, স্প্রেডশিট, ই-মেইল, প্রেজেন্টেশনের কাজ জানতে হবে। সামাজিক যোগাযোগমাধ্যম সম্পর্কে ভালো জানাশোনা থাকতে হবে। রিপোর্ট রাইটিংসহ বাংলা ও ইংরেজি ভাষায় যোগাযোগে সাবলীল হতে হবে। ফিল্ড ভিজিটের মানসিকতা থাকতে হবে।
বয়স: সর্বোচ্চ ৩৫ বছর
চাকরির ধরন: প্রাথমিকভাবে এক বছরের চুক্তিভিত্তিক তবে (নবায়ণযোগ্য)
কর্মস্থল: ঢাকা
বেতন: মাসিক বেতন ১,০৫,০০০ টাকা (আলোচনা সাপেক্ষে)। এ ছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা আছে।
আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের পিকেএসএফের ওয়েবসাইটের লিংকে গিয়ে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে Apply বাটনে ক্লিক করে আবেদন করতে হবে।
দ্রুত আবেদন করুন- শেষ তারিখ: ২৫ নভেম্বর ২০২৩।