বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪

‘আগুন–সন্ত্রাস এর প্রতিবাদে জাসদের বিক্ষোভ


৩১ জুলাই ২০২৩, ২:০২ অপরাহ্ণ 

‘আগুন–সন্ত্রাস এর প্রতিবাদে জাসদের বিক্ষোভ
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

বিএনপি ও সমমনাদের ‘আগুন–সন্ত্রাস এর প্রতিবাদে রাজধানীতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)। গতকাল(রোববার) রাজধানীর পল্টন এলাকায় এই কর্মসূচি পালন করেছে জাসদ ঢাকা মহানগর কমিটি।

মিছিলটির পূর্বে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলে, গণতন্ত্রের সুযোগ নিয়ে শনিবার ঢাকার বিভিন্ন প্রবেশ পথে বাসে আগুন, পুলিশের গাড়িতে আগুন দিয়ে এক নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করেছে বিএনপি। এতে প্রমাণ হয়েছে তারা বদলায়নি। 

বিএনপিকে সহিংসতা বাদ দিয়ে শেখ হাসিনার অধীনে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহ্বান করে তারা। তারা আরও বলে, সংবিধান অনুযায়ী যথাসময়ে আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে।

ঢাকা মহানগর জাসদের সমন্বয়ক মীর হোসাইন আখতারের সভাপতিত্বে বক্তব্য রাখে জাসদের সহসভাপতি শফি উদ্দিন মোল্লা, জাতীয় যুব জোটের সাধারণ সম্পাদক শরিফুল কবির, জাসদের দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসেন, সহদপ্তর সম্পাদক হারুন অর রশীদ, জাতীয় কৃষক জোটের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান প্রমুখ। 

সমাবেশ শেষ করে একটি মিছিল নিয়ে তারা পল্টন ও বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের বিভিন্ন পথ প্রদক্ষিণ করে।