শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪

মাফিয়া মামলায় দুই শর বেশি আসামি, ২২০০ বছরের কারাদণ্ড


২২ নভেম্বর ২০২৩, ১১:০২ পূর্বাহ্ণ 

মাফিয়া মামলায় দুই শর বেশি আসামি, ২২০০ বছরের কারাদণ্ড
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

ইতালির স্মরণকালের সবচেয়ে বড় মাফিয়া মামলায় দুই শর বেশি আসামিকে মোট দুই হাজার ২০০ বছরের বেশি কারাদণ্ড দেওয়া হয়েছে। তিন বছর ধরে চলা বিচারকাজ শেষে গত সোমবার (২০ নভেম্বর) রায় দেওয়া হয়। তবে এই রায়ের বিরুদ্ধে সাজাপ্রাপ্ত আসামিরা আপিল করতে পারবেন।

রায়ে মাফিয়া গোষ্ঠী ‘দ্রাংগেতা’র সঙ্গে জড়িত ব্যক্তিদের মাদকপাচার থেকে চোরাচালানের মতো বিভিন্ন অপরাধে দণ্ড দেওয়া হয়েছে। সাজাপ্রাপ্তদের মধ্যে ইতালির একজন সাবেক সিনেটরও রয়েছেন। এ সাজার বিরুদ্ধে আপিল করতে পারবেন দণ্ডিতরা। দ্রাংগেতা ইউরোপের সবচেয়ে প্রভাবশালী অপরাধ সংগঠনগুলোর একটি।

পর্যবেক্ষকরা মনে করেন এ মামলায় ইতালির দক্ষিণাঞ্চলে রাজনীতি ও সমাজের ওপর মাফিয়া গোষ্ঠীর ব্যাপক প্রভাবই ফুটে উঠেছে। বিশেষজ্ঞরা জানান, ওই মামলায় স্থানীয় সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী ও রাজনীতিবিদদের মতো উচ্চ আয়ের মানুষও দোষী সাব্যস্ত হওয়ায় ইতালির প্রতিষ্ঠানগুলোতে সংঘবদ্ধ অপরাধের সুদূরপ্রসারী প্রভাব সামনে এসেছে।

সাজাপ্রাপ্তদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ব্যক্তি হলেন আইনজীবী ও সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বারলুসকোনির দল ফোরজা ইতালিয়ার সাবেক সিনেটর জিয়ানকার্লো পিত্তেলি। একটি মাফিয়াসদৃশ সংগঠনের সঙ্গে যোগসাজশের জন্য তাঁকে ১১ বছরের সাজা দেওয়া হয়।

দোষী সাব্যস্তদের মধ্যে আরো রয়েছেন সরকারি কর্মী ও বিভিন্ন শিল্প-কারখানার উচ্চপদস্থ কর্মকর্তা। বৈধ অর্থনৈতিক ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে দ্রাংগেতার অনুপ্রবেশের জন্য তাঁরা সমালোচিত হয়েছিলেন। মামলায় শতাধিক আসামি খালাস পেয়েছেন। সহিংসতার শঙ্কায় মামলার বিচারকদের বিশেষ পুলিশি নিরাপত্তা দেওয়া হচ্ছে।

ইতালির দক্ষিণের অপেক্ষাকৃত দরিদ্র অঞ্চল কালাব্রিয়া থেকে যাত্রা শুরু করে ‘দ্রাংগেতা’। একে বিশ্বের অন্যতম বিপজ্জনক সন্ত্রাসী দল বলে মনে করা হয়। বিশ্বের কোকেন বাজারের আনুমানিক ৮০ শতাংশই এই মাফিয়া গোষ্ঠীর নিয়ন্ত্রণে। এই গোষ্ঠীর বার্ষিক আয় ছয় হাজার কোটি ডলারের আশপাশে।