
তথ্য চাওয়ায় সাংবাদিকদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা
৩০ জুলাই ২০২৩, ৫:৩৬ অপরাহ্ণ
মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বৃহস্পতিবার বিধানসভায় ডেঙ্গু পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। সেখানে তিনি বলেন, বাংলাদেশ থেকেই ডেঙ্গু এ রাজ্যে (পশ্চিমবঙ্গ) ছড়াচ্ছে।
বাংলাদেশ থেকে ভারতে পর্যটক আসা আটকাতে পারব না। কিন্তু সীমান্তে নজরদারি বাড়ানো উচিত আমাদের। সেই সঙ্গে প্রতিবেশী দেশ থেকে যারা ভারতে প্রবেশ করছেন তাদের স্বাস্থ্য পরীক্ষার প্রয়োজন আছে বলে মনে করি।
কলকাতা সিটি করপোরেশনের ডেপুটি মেয়র অতীন ঘোষ জানান, নগরীতে ডেঙ্গুর বর্তমান পরিস্থিতি নিয়ে মঙ্গলবার এক পর্যালোচনা বৈঠক হয়েছে।
অতীন ঘোষ বলেন, বাংলাদেশে ব্যাপক ডেঙ্গু রোগী সনাক্ত হচ্ছে। এরমধ্যে কোনো কোনো মানুষ ডেঙ্গু নিয়ে কলকাতায় আসছেন। এরকম একটি লোককে যদি এখানকার এডিস মশা কামড়ায়, তাতে এখানকার আরও বেশ কিছু মানুষের মধ্যে সংক্রমিত হবে। সে কারণেই আমরা চাইছি, অভিবাসন পয়েন্টে যেন স্বাস্থ্য পরীক্ষা করা হয়।
বৃহস্পতিবার কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ এমপি বলেন, ‘ভারতে প্রবেশের জন্য বাংলাদেশিদের ডেঙ্গু পরীক্ষা করা হবে কি না সেটি ভারতের অভ্যন্তরীণ বিষয়। এতে আমাদের কোনো আপত্তি নেই।
তিনি আরও বলেন, করোনাকালে সীমান্তে এরকম বিধিনিষেধ ছিল। বাংলাদেশে ডেঙ্গু মোকাবিলায় সরকার পদক্ষেপ নিচ্ছে বলে জানান তথ্যমন্ত্রী।