রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪

৪৮ ঘণ্টার হরতাল : সোমবার সকাল পর্যন্ত ১৮টি অগ্নিসংযোগ


২০ নভেম্বর ২০২৩, ৪:০৯ অপরাহ্ণ 

৪৮ ঘণ্টার হরতাল : সোমবার সকাল পর্যন্ত ১৮টি অগ্নিসংযোগ
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

দেশব্যাপী বিএনপি, জামায়াত ও সমমনা কয়েকটি দলের ডাকা ৪৮ ঘণ্টার হরতাল চলাকালে গতকাল রবিবার (১৯ নভেম্বর) থেকে আজ সোমবার (২০ নভেম্বর) সকাল ৯টা পর্যন্ত ১৬টি অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময়ে ১৮টি যানবাহনে অগ্নিসংযোগ লাগানো হয়েছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মিডিয়া সেলের স্টেশন অফিসার তালহা বিন জসিম জানান, এই সময়ে দুর্বৃত্তরা সারাদেশে মোট ১৮টি গাড়িতে অগ্নিসংযোগ ধরিয়ে দিয়েছে। এর ঢাকা সিটিতে ৩টি, ঢাকা বিভাগে ১টি, রাজশাহী বিভাগে (নাটোর, বগুড়া, সিরাজগঞ্জ) ৭টি, চট্টগ্রাম বিভাগে (ফেনী, মিরসরাই, সাতকানিয়া) ৪টি, ময়মনসিংহ বিভাগে (জামালপুর) ১টি অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে ৯টি বাস, ১টি কাভার্ড ভ্যান, ৬টি ট্রাক, ১টি সিএনজিচালিত অটোরিকশা ও ১টি ট্রেন (৩ বগি) পুড়ে যায়।

ফায়ার সার্ভিস বলছে, গতকাল দিবাগত রাত ১২টা ৪২ মিনিটে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় একটি ট্রাকে অগ্নিসংযোগ দেওয়া হয়েছে। আজ ভোর ৪টা ৫ মিনিটে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় ৩টি বাসে অগ্নিসংযোগ দেওয়া হয়েছে। ভোর ৪টা ৪৫ মিনিটে মিরসরাই উপজেলায় একটি ট্রাকে অগ্নিসংযোগ দেওয়া হয়েছে।

গতকাল দিবাগত রাত ১টা ২০ মিনিটে জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় ট্রেনে অগ্নিসংযোগ দেওয়া হয়। এতে ট্রেনের তিনটি বগি পুড়ে যায়। এর ১০ মিনিট পর রাত দেড়টার দিকে বগুড়ায় ট্রাকে অগ্নিসংযোগ দেওয়া হয়। ১০ মিনিট পর রাত ১টা ৪০ মিনিটে ফেনীতে একটি কাভার্ড ভ্যানে অগ্নিসংযোগ লাগানো হয়। গতকাল দিবাগত রাত ৩টা ২০ মিনিটে নাটোরের ভবানীগঞ্জে বাসে অগ্নিসংযোগ দেওয়া হয়।

রাত ৯টা ৫২ মিনিটে রাজশাহীর পুঠিয়া উপজেলায় একটি বাসে অগ্নিসংযোগ দেওয়া হয়। এর কয়েক মিনিট পর রাত ৯টা ৫৮ মিনিটে যাত্রাবাড়ী থানার সামনে একটি বাসে অগ্নিসংযোগ লাগানো হয়। রাত ১০টা ২৫ মিনিটে বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় একটি ট্রাকে অগ্নিসংযোগ লাগানো হয়। এর কয়েক মিনিট পর রাত ১০টা ৫৮ মিনিটে টঙ্গীর মিরের বাজার এলাকায় একটি ট্রাকে অগ্নিসংযোগ লাগানো হয়।

তিনি আরও বলেন, উল্লেখিত সময়ের মধ্যে সারাদেশে অগ্নিসংযোগ নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ২৯ ইউনিট ও ১৪৪ জন সদস্য কাজ করেছেন।

পাঁচ দফা অবরোধের পর জাতীয় সংসদ নির্বাচনের ‘একতরফা’ তফসিল ঘোষণার প্রতিবাদে সারা দেশে গতকাল শুরু হয়েছে বিএনপির ৪৮ ঘণ্টার হরতাল। গতকাল সকাল ৬টা থেকে আগামীকাল মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত হরতাল চলবে। শান্তিপূর্ণ হরতালের এই কর্মসূচিতে সবাইকে রাজপথে নামার আহ্বান জানিয়েছে বিএনপি। সমমনা একাধিক দল ও জোটের পাশাপাশি জামায়াতে ইসলামীও হরতাল দিয়েছে।