মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪

নারীদের তুলনায় পুরুষদের আয়ু কম কেন? রহস্যের উত্তর খুঁজে পেলেন বিজ্ঞানীরা


১৯ নভেম্বর ২০২৩, ৭:২২ অপরাহ্ণ 

নারীদের তুলনায় পুরুষদের আয়ু কম কেন? রহস্যের উত্তর খুঁজে পেলেন বিজ্ঞানীরা
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

নারীদের আগেই পুরুষদের মৃত্যু হয় বেশিরভাগ দেশে। বিশ্বের বিভিন্ন দেশে পুরুষদের গড় আয়ু নারীদের চেয়ে কম। কিন্তু এর কারণ কী?

ছবি- প্রতীকী

নারীদের চেয়ে পুরুষদের গড় আয়ু কম। শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বেই তাই। যেমন ধরা যাক আমেরিকার কথা। সেই দেশে নারীদের গড় আয়ু ৭৯, অথচ পুরুষদের গড় আয়ু ৭৩ বছর।

সেই হিসেবে বাংলাদেশের নারীদেরও আয়ুষ্কাল এখন পুরুষদের তুলনায় ৩ দশমিক ৪ বছর বেশি। বর্তমানে নারীদের গড় আয়ু ৭৪ দশমিক ২ বছর ও পুরুষদের গড় আয়ু ৭০ দশমিক ৮ বছর।

অন্যদিকে ২০২২ সালের একটি সমীক্ষা বলছে, জার্মানিতে পুরুষদের গড় আয়ু ৭৮ বছর। অথচ সেখানে নারীদের গড় আয়ু  ৮২.৮ বছর। কোভিডের পর যা আরও বাড়ছে বলেই জানাচ্ছেন বিজ্ঞানীরা।

সম্প্রতি জামা জার্নাল অব মেডিসিনে এই নিয়ে প্রকাশিত হয়েছে একটি গবেষণাপত্র। তাতে মূলত কোভিডকেই দায়ী করা হচ্ছে পুরুষদের স্বল্পায়ুর জন্য‌। অন্যদিকে রয়েছে আরও বেশ কিছু গুরুতর কারণ।