শনিবার, ২২ মার্চ, ২০২৫

৫০ মিনিটের ব্যবধানে দুই বাসে আগুন


১৮ নভেম্বর ২০২৩, ৯:৩৪ অপরাহ্ণ 

৫০ মিনিটের ব্যবধানে দুই বাসে আগুন

রাজধানীতে বাসে আগুন | ছবি: আজকের প্রসঙ্গ

  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

রাজধানীর গুলিস্তানে ও আগারগাঁও তালতলা এলাকায় দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ শনিবার (১৮ নভেম্বর) সন্ধ্যার পর মাত্র ৫০ মিনিটের ব্যবধানে এই দুই বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। 

ফায়ার সার্ভিস পক্ষ থেকে জানানো হয়েছে, আজ শনিবার (১৮ নভেম্বর) গুলিস্তানের টোল প্লাজার সামনে রাত ৭টা ৪০ মিনিটের দিকে যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। 

অন্যদিকে কাফরুল থানার উপপরিদর্শক (এসআই) হাসানুর রহমান বলেন, আগারগাঁওয়ের তালতলায় বিহঙ্গ পরিবহনের একটি বাসে ৬টা ৫০ মিনিটে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় হাতেনাতে এক কিশোরকে আটক করা হয়েছে। বাসের কোনো যাত্রী ক্ষতিগ্রস্ত হয়নি বলে জানান এসআই হাসানুর রহমান। তিনি বলেন, ঘটনাস্থলের আশপাশের সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে বাসে আগুন দেওয়ার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। 

গত ২৮ অক্টোবর থেকে ১৮ নভেম্বর পর্যন্ত মোট ১৫০টিরও বেশি যানবাহনে (ট্রেন ছাড়া) আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এর মধ্যে শুধু রাজধানীতেই আগুন দেওয়া হয়েছে ৮৪টি যানবাহনে।