খুকৃবিতে "জুলাই শহীদ স্মৃতি শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট" উদ্বোধন
শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪
১৮ নভেম্বর ২০২৩, ৪:০৬ অপরাহ্ণ
চলতি সপ্তাহ থেকেই কৈলাশটিলা-২ গ্যাসকূপের গ্যাস সরবরাহ শুরু হবে | ছবি: আজকের প্রসঙ্গ
গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন |
সিলেট গ্যাস ফিল্ড কোম্পানির কৈলাশটিলা-২ গ্যাসকূপ থেকে দৈনিক ৭০ লাখ ঘনফুট গ্যাস পাওয়া যাবে বলে জানিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডের (বাপেক্স)। সংস্থাটি জানায়, কৈলাশটিলা-২ গ্যাসকূপ থেকে দৈনিক ৭০ লাখ ঘনফুট গ্যাস পাওয়া যাবে।
আজ শনিবার (১৮ নভেম্বর) এ তথ্য জানিয়েছেন বাপেক্সের উপ-মহাব্যস্থাপক মো. মহসিনুল আলম।
মহসিনুল আলম বলেন, ‘কৈলাশটিলা-২ গ্যাসকূপ থেকে দৈনিক ৭০ লাখ ঘনফুট গ্যাস পাওয়া যাবে। চলতি সপ্তাহ থেকেই জাতীয় সঞ্চালন লাইনে সরবরাহ শুরু হবে। এই কূপে ৩ হাজার ৬০০ কোটি টাকার গ্যাস মজুদ রয়েছে।
সিলেট গ্যাস ফিল্ড কোম্পানি একের পর এক কূপ খনন ও পুনর্খননের মাধ্যমে জাতীয় সঞ্চালন লাইনে গ্যাসের যোগান দিচ্ছে। ১৯৮৮ সালে আবিষ্কৃত এই কূপ থেকে ২০২১ সালে গ্যাস উত্তোলন বন্ধ হয়ে যায়। পরে এই কূপ পুনর্খননের দায়িত্ব দেয়া হয় বাপেক্সকে। তিন মাসেই কূপের ৩ হাজার ২৬২ মিটার গভীরতায় গিয়ে গ্যাসের সন্ধান পাওয়া যায় বলে জানান মহসিনুল আলম।
সিলেট গ্যাস ফিল্ড কোম্পানি লিমেটেডের (এসজিএফএল) কৈলাশটিলা-২ গ্যাসকূপের প্রকল্প পরিচালক ড. মো. ফরহাদুজ্জামান বলেন, এই গ্যাস কূপ থেকে দৈনিক ৭০ লাখ ঘনফুট গ্যাস প্রাপ্তির পাশাপাশি ৭০ ব্যারেল কনডেনসেট উত্তোলন করা হবে। চলতি মাসেই ১০ কোটি ঘনফুট গ্যাস জাতীয় সঞ্চালন লাইনে সরবারাহ করতে যাচ্ছে এসজিএফএল।
কৈলাশটিলা-২ গ্যাসকূপে ৫৩ বিলিয়ন ঘনফুট গ্যাস মজুদ রয়েছে জানিয়ে ফরহাদুজ্জামান বলেন, এর বাজার মূল্য ৩ হাজার ৬০০ কোটি টাকা। এই কূপ থেকে গ্যাস সরবরাহের ফলে দৈনিক এক কোটি ৩০ লাখ টাকা সাশ্রয় হবে এলএনজি আমদানিতে।